Ajker Patrika

লিভারপুল তারকা ফুটবলারের অকাল মৃত্যুতে জামালদের শোক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭: ১৪
দিয়োগো জোতার অকালমৃত্যুত শোক প্রকাশ করেছেন জামাল ভূঁইয়াসহ আরও অনেকে। ছবি: সংগৃহীত
দিয়োগো জোতার অকালমৃত্যুত শোক প্রকাশ করেছেন জামাল ভূঁইয়াসহ আরও অনেকে। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সেই মারা গেছেন দিয়োগো জোতা। লিভারপুল তারকা ফরোয়ার্ডের অকালমৃত্যুতে ফুটবলজগতে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জামাল ভূঁইয়াসহ অনেক তারকারা।

বিয়ের মাত্র ২ সপ্তাহ পর এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল জোতার জীবন। মৃত্যুর আগে ২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, পর্তুগালের জার্সিতে নেশনস লিগ—এই দুটি মেজর শিরোপা জিতেছেন তিনি। তাঁকে নিয়ে দেওয়া এক শোকবার্তায় জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘শান্তিতে থেকো দিয়োগো জোতা (১৯৯৬-২০২৫)। কদিন আগে সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছে। পর্তুগালের হয়ে জিতেছে নেশনস লিগ। তার ভাইসহ সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। তার ভাইও ছিল ফুটবলার।’

লিভারপুলের হয়ে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। তাঁর মৃত্যুতে লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দিয়োগো জোতার মৃত্যুর খবর শুনে সত্যিই ভেঙে পড়েছি। তার স্ত্রী রুত ও তিন সন্তানের প্রতি সমবেদনা রয়েছে।’ ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘দিয়েগো জোতা ও তার ভাইয়ের মৃত্যুর সংবাদ সত্যিই হৃদয়বিদারক। তার পরিবারের জন্য আমার থেকে ভালোবাসা ও শুভকামনা থাকবে।’

পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে তাঁর দুটি শিরোপা রয়েছে। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। শোকবার্তায় পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পুরো পর্তুগিজ ফুটবল দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে ভেঙে পড়েছে। আজ সকালে তারা মারা গেছে। পর্তুগিজ জাতীয় দলের হয়ে দিয়োগো জোতা প্রায় ৫০টার মতো ম্যাচ খেলেছে।অসাধারণ এক মানুষ ছিল সে। সতীর্থ, প্রতিপক্ষ তাকে অনেক সম্মান করত।’

জোতার অকাল মৃত্যু মানতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সিআর সেভেন লিখেছেন, ‘কোনো মানে হয় না। জাতীয় দলে একসঙ্গে ছিলাম। কদিন আগে তোমার বিয়ে হয়েছে। তোমার পরিবারের প্রতি, আপনার স্ত্রী এবং সন্তানদের প্রতি, আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের বিশ্বের সমস্ত শক্তি কামনা করছি। আমি জানি তুমি সবসময় তাদের সাথে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়োগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা আজ জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত