Ajker Patrika

মিয়ানমারকে নিয়ে বেশি ভাবছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল মিয়ানমারের টিম হোটেলে সুইমিংপুলে মুনকি-প্রীতিদের জলকেলি। ছবি: বাফুফে
এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল মিয়ানমারের টিম হোটেলে সুইমিংপুলে মুনকি-প্রীতিদের জলকেলি। ছবি: বাফুফে

র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দল বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে নারী এশিয়া কাপের বাছাইয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। স্বপ্ন পূরণের লক্ষ্যে এই জয় বাংলাদেশকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। মূল পর্বের টিকিট পেতে মেয়েদের বড় বাধা এখন স্বাগতিক মিয়ানমার।

বাংলাদেশের মতো মিয়ানমারও নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে বড় জয়। তুর্কমেনিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে রয়েছে তারা। বাংলাদেশ (১২৮) পিছিয়ে রয়েছে ৭৩ ধাপ। তবে র‍্যাঙ্কিং নিয়ে তেমন ভাবনা নেই বাংলাদেশের। কাল ইয়াঙ্গুনের থুউনা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।

গতকাল বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, পরবর্তী ম্যাচটা যেন ভালোভাবে জিততে পারি। যদিও ম্যাচটা খুব কঠিন হবে। কারণ, মিয়ানমার র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর দল। আমরা র‍্যাঙ্কিং দেখছি না। আসলে আমাদের মেয়েরা যদি ঠিকমতো খেলতে পারে, আশা করি সফল হব।’

মিয়ানমার চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হলেও নিজেদের প্রস্তুত মনে করছেন বাটলার, ‘মিয়ানমার আমাদের ভিন্ন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে, একেবারে ভিন্ন চ্যালেঞ্জ। তারা টেকনিক্যালি দারুণ, সমর্থকদেরও পাশে পাবে; কিন্তু আমরা তাদের জন্য প্রস্তুত। আমি মনে করি, আমরা প্রস্তুত।’

গতকাল মাঠে অনুশীলন করেনি বাংলাদেশ। সাঁতার ও স্ট্রেচিংয়ে রিকভারি সেশন পার করেছেন ফুটবলাররা। কোচের নির্দেশনা কাজে লাগাতে সেরাটা দিতে প্রত্যয়ী ঋতুপর্ণা চাকমা, ‘আমাদের প্রথম ম্যাচ শেষ এবং আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়েছি। এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজ (কাল) আমাদের রিকভারি সেশন ছিল ও সুইমিং ছিল। এখন দ্বিতীয় ম্যাচের জন্য কোচ আমাদের যে দিকনির্দেশনা দেবেন, সেগুলো কাজে লাগাব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

বাহরাইনের বিপক্ষে খেলার দিনটি ঋতুপর্ণার জন্য বেদনার। তিন বছর আগে এদিনে ছোট ভাই পার্বণ চাকমাকে হারান তিনি। গোল পেয়ে তাই উৎসর্গ করলেন ভাইকে, ‘গতকাল (পরশু) আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। সব মিলিয়ে আসলে আমি...আমার খুব আদরের ছোট ভাই ছিল। কালকে একটা লক্ষ্য ছিল, আমি যদি খেলি ও গোল করি, তাকে উৎসর্গ করব। আমি গোল পেয়েছি এবং গোলটি তাকে উৎসর্গ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত