নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোচ হিসেবে তিনি কঠোর। শৃঙ্খলার ব্যাপারে ছাড় দেন না একটুও। অতীতে না তাকিয়ে তিনি বিশ্বাস করেন প্রক্রিয়ার ওপর। শুনতে হয়েছে প্রচুর সমালোচনাও। স্রোতের বিপরীতেও দাঁড়িয়ে পিটার বাটলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনিই সঠিক।
নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য এক দিনে আসেনি। দুবার হয়েছে সাফ চ্যাম্পিয়ন। তবু এশিয়ান কাপে খেলার স্বপ্ন কজনই বা দেখেছিলেন। মিয়ানমার যাওয়ার আগে বাটলার খুব বেশি আশ্বাস না দিলেও বিশ্বাস রাখতে বলেছিলেন তাঁর প্রক্রিয়ার ওপর। সেই প্রক্রিয়ায় ভর করে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কেটেছে এশিয়ান কাপের টিকিট।
অথচ কয়েক মাস আগেও দেশের ফুটবলে বাটলারকে বাদ দেওয়ার পক্ষে মানুষের অভাব ছিল না! গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার সময়ই সিনিয়র ফুটবলাররা তাঁকে নিয়ে নাখোশ ছিলেন। জানুয়ারিতে বিদ্রোহের ডাক দেন ১৮ ফুটবলার। বাটলারও পণ করেছিলেন, ‘হয় তারা থাকবে, নয়তো আমি!’ দিন শেষে দুই পক্ষ দেখায় নমনীয়তা।
নিজের প্রক্রিয়া থেকে কিছুতেই সরেননি বাটলার। সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের মতো অভিজ্ঞ সেনানীদের বাদ দিয়ে করতে থাকেন ভবিষ্যতের পরিকল্পনা। সাফের সুখস্মৃতি ভুলে দেখতে থাকেন এশিয়ার মঞ্চে যাওয়ার। র্যাঙ্কিংয়ের ওপরের দলের বিপক্ষে খেলতে বাফুফেকে জোর দিতে বলেন তিনি। চাইতে থাকেন উন্নতমানের সুযোগ-সুবিধা। নিজের চাওয়ামতো সবকিছু হয়তো পাননি, কিন্তু পথা হারাতে দেননি বাংলাদেশকে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রই সে প্রমাণ। র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলগুলোর বিপক্ষে তাঁর হাই প্রেসিং কৌশলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেন ফুটবলাররা।
বাটলারের প্রতি তাই আলাদাভাবে কৃতজ্ঞ বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘ধন্যবাদ পিটার বাটলারকে। সে অনেক ভালো কোচ এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে দলকে এগিয়ে নিতে হবে। সে এ কাজটাই করেছে। তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আগামী দিনগুলোয় আমরা সেভাবে এগিয়ে যাব।’ বাটলারের কাঁধে চড়ে বাংলাদেশ এশিয়া পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কোচ হিসেবে তিনি কঠোর। শৃঙ্খলার ব্যাপারে ছাড় দেন না একটুও। অতীতে না তাকিয়ে তিনি বিশ্বাস করেন প্রক্রিয়ার ওপর। শুনতে হয়েছে প্রচুর সমালোচনাও। স্রোতের বিপরীতেও দাঁড়িয়ে পিটার বাটলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তিনিই সঠিক।
নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য এক দিনে আসেনি। দুবার হয়েছে সাফ চ্যাম্পিয়ন। তবু এশিয়ান কাপে খেলার স্বপ্ন কজনই বা দেখেছিলেন। মিয়ানমার যাওয়ার আগে বাটলার খুব বেশি আশ্বাস না দিলেও বিশ্বাস রাখতে বলেছিলেন তাঁর প্রক্রিয়ার ওপর। সেই প্রক্রিয়ায় ভর করে র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কেটেছে এশিয়ান কাপের টিকিট।
অথচ কয়েক মাস আগেও দেশের ফুটবলে বাটলারকে বাদ দেওয়ার পক্ষে মানুষের অভাব ছিল না! গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জেতার সময়ই সিনিয়র ফুটবলাররা তাঁকে নিয়ে নাখোশ ছিলেন। জানুয়ারিতে বিদ্রোহের ডাক দেন ১৮ ফুটবলার। বাটলারও পণ করেছিলেন, ‘হয় তারা থাকবে, নয়তো আমি!’ দিন শেষে দুই পক্ষ দেখায় নমনীয়তা।
নিজের প্রক্রিয়া থেকে কিছুতেই সরেননি বাটলার। সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের মতো অভিজ্ঞ সেনানীদের বাদ দিয়ে করতে থাকেন ভবিষ্যতের পরিকল্পনা। সাফের সুখস্মৃতি ভুলে দেখতে থাকেন এশিয়ার মঞ্চে যাওয়ার। র্যাঙ্কিংয়ের ওপরের দলের বিপক্ষে খেলতে বাফুফেকে জোর দিতে বলেন তিনি। চাইতে থাকেন উন্নতমানের সুযোগ-সুবিধা। নিজের চাওয়ামতো সবকিছু হয়তো পাননি, কিন্তু পথা হারাতে দেননি বাংলাদেশকে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রই সে প্রমাণ। র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলগুলোর বিপক্ষে তাঁর হাই প্রেসিং কৌশলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেন ফুটবলাররা।
বাটলারের প্রতি তাই আলাদাভাবে কৃতজ্ঞ বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘ধন্যবাদ পিটার বাটলারকে। সে অনেক ভালো কোচ এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে দলকে এগিয়ে নিতে হবে। সে এ কাজটাই করেছে। তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আগামী দিনগুলোয় আমরা সেভাবে এগিয়ে যাব।’ বাটলারের কাঁধে চড়ে বাংলাদেশ এশিয়া পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে হাঁটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৪০ মিনিট আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে