সিরিজ নিশ্চিত হবে আজ?
মুশফিকুর রহিমের অভিধানে যেন ‘বিশ্রাম’ শব্দটি নেই! খেলা থাকুক কিংবা না থাকুক–মাঠে তাঁর উপস্থিতি অনিবার্য। অনুশীলন থাকলে তিনি সবার আগে মাঠে আসবেনই। ঐচ্ছিক অনুশীলনের দিন সতীর্থরা হোটেলে থাকলেও তাঁর যে মাঠ ছাড়া ভালোই লাগে না। গতকাল শনিবারও ঐচ্ছিক অনুশীলনে সৌম্য-তাইজুলদের নিয়ে ‘মুশি’ ছুটে এলেন মিরপুরে, ক