Ajker Patrika

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখার চ্যানেল খুঁজছেন জিমি নিশাম 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৫
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখার চ্যানেল খুঁজছেন জিমি নিশাম 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। এদিকে সফরে না আসা জিমি নিশাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতে বসে কিউই অলরাউন্ডার বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখার উপায় খুঁজছেন। আজ বিকেলেই যে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে কিউইরা। 

এর আগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ অস্ট্রেলিয়ার কোনো চ্যানেল খেলা দেখায়নি। হন্য হয়ে তখন খেলা দেখার উপায় খুঁজেছিলেন অ্যারন ফিঞ্চ-গ্লেন ম্যাক্সওয়েলরা। এই নিয়ে টুইটও করেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য সিরিজটি দেখতেই পারেননি ফিঞ্চ-ম্যাক্সওয়েলরা। বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হারের এই সিরিজ না দেখতে পেরে পরে হয়তো খুশিই হয়েছিলেন তাঁরা! তবে এবার নিউজিল্যান্ড সিরিজের প্রেক্ষাপটটা আলাদা। 

আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস দলে আছেন নিশাম। আইপিএল শুরু হতে এখনো ১৯ দিন বাকি। তবে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে দলগুলো আগেভাগেই চলে যাচ্ছে আরব আমিরাতে। সেখানে বসে নিশাম নিজ দেশের খেলা দেখতে উন্মুখ। টুইটে ৩০ বছর বয়সী কিউই অলরাউন্ডার লিখেছেন, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ এখানে (আরব আমিরাতে) কোন টিভিতে দেখা যাবে কেউ কি আমাকে জানাবেন? যদি দেখা যায়, তবে কোন চ্যানেলে? আর যদি না দেখা যায় তাহলে অনলাইনে কিভাবে দেখতে পারি? 

বাংলাদেশ-নিউজিল্যান্ড ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের প্রচারমাধ্যমে দেখাবে না এমন কোনো খবর অবশ্য জানা যায়নি। তবে নিউজিল্যান্ডে সিরিজটি দেখা যাক কিংবা না দেখা যাক তাতে অবশ্য লাভ নেই নিশিমারে। কারণ নিশাম এখন অবস্থান করছেন আরব আমিরাতে। তাই সেখানে কিভাবে এই সিরিজ দেখবেন সেটিই নিশামের মাথা ব্যথার কারণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত