Ajker Patrika

মাহমুদউল্লাহর সঙ্গে বাংলায় কথা বলছেন ল্যাথাম!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১২
মাহমুদউল্লাহর সঙ্গে বাংলায় কথা বলছেন ল্যাথাম!

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের মুখেই বাংলা ভাষা! হ্যাঁ এমনটিই দেখা গেছে পরশু সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে। 

টস করতে এসেই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহকে নিজেদের একাদশের তালিকাটা দিতে যান কিউই অধিনায়ক ল্যাথাম। মাহমুদউল্লাহর সঙ্গে হাত মেলাতে মেলাতে ল্যাথাম বাংলায় বলে উঠলেন, ‘কেমন আছ?’ । জবাবে হাসতে হাসতে মাহমুদউল্লাহ জবাব দেন, ‘তোমার বাংলা তো দুর্দান্ত!’ হাসি ছড়িয়ে পড়ে ল্যাথামের মুখেও।

ল্যাথামের বাংলা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশি দর্শকেরাও প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ককে। ফেসবুকে এক বাংলাদেশি দর্শক লিখেছেন, ‘টমের (ল্যাথাম) মুখে বাংলা ভাষাটা কি সুন্দর লাগল?’ আরেক ভক্ত অবশ্য পুরো নিউজিল্যান্ড দলের কথা তুলে ধরে লিখেছেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা হয়তো নিউজিল্যান্ডের মতো একটা দল আছে বলেই বলা হয়ে থাকে।’ 

অতিরিক্ত স্বাস্থ্যবিধি মানতে গিয়ে গত সিরিজে অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা হাত মেলাননি বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে। এই সিরিজে অবশ্য তা দেখা যাচ্ছে না। বরং সৌজন্য মেনে বাংলাদেশ–নিউজিল্যান্ড দুই দল হাত মিলিয়েই মাঠ ছাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত