Ajker Patrika

হেরেই বাংলাদেশ স্পিন কোচের শরণ নিল নিউজিল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হেরেই বাংলাদেশ স্পিন কোচের শরণ নিল নিউজিল্যান্ড 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৬০ রানে অলআউট হয়েছে টম ল্যাথামের দল। কঠিন পরিস্থিতিতে পড়ে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন কিউইদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। 

ধীর গতির উইকেটে খেলতে হবে এমন প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচেই এমন পরিস্থিতি পড়তে হবে তা হয়তো ভাবনাতে ছিল না নিউজিল্যান্ডের। সব ধরনের প্রস্তুতি নিয়ে এলেও মাঠে না নামা পর্যন্ত কোনো কিছুই বোঝা যায় না বলে জানালেন এজাজ। বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়েছি। গত কিছুদিন ধরেই এমন পরিস্থিতিতে অনুশীলন করেছিলাম। মাঠে কী ঘটবে, না নামা পর্যন্ত কিছুই বলা যায় না। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে।’ 

এজাজ বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কথা বলেছেন। উপমহাদেশে কীভাবে বোলিং করতে হয় সেই অভিজ্ঞতার কথাও শুনেছেন। বাঁহাতি স্পিনাররা কীভাবে ভালো করতে পারেন, সেই ধারণাও হেরাথের কাছ থেকে নিয়েছেন বলে জানালেন এজাজ। বলেছেন, ‘সে (হেরাথ) বিশ্ব জুড়ে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন বাঁহাতি স্পিনার হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা খুবই দারুণ যে, আমি তার সঙ্গে কথা বলেছি। এসব কন্ডিশনে এটা আমাকে আরও ভালো করতে সাহায্য করবে।’ 

বাংলাদেশের সাবেক স্পিন ও স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন ইজাজ। বলেছেন, ‘আজ আমি ড্যানের (ড্যানিয়েল ভেট্টোরি) সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে তার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেছি। ভালো করার ব্যাপারে আশাবাদী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত