Ajker Patrika

সিরিজ নিশ্চিত হবে আজ?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজ নিশ্চিত হবে আজ?

মুশফিকুর রহিমের অভিধানে যেন ‘বিশ্রাম’ শব্দটি নেই! খেলা থাকুক কিংবা না থাকুক–মাঠে তাঁর উপস্থিতি অনিবার্য। অনুশীলন থাকলে তিনি সবার আগে মাঠে আসবেনই। ঐচ্ছিক অনুশীলনের দিন সতীর্থরা হোটেলে থাকলেও তাঁর যে মাঠ ছাড়া ভালোই লাগে না। গতকাল শনিবারও ঐচ্ছিক অনুশীলনে সৌম্য-তাইজুলদের নিয়ে ‘মুশি’ ছুটে এলেন মিরপুরে, কঠোর অনুশীলন করলেন ব্যাট হাতে।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ব্যাটিং ভালো না হওয়া মুশফিকের সামনে আজ উইকেটকিপিংয়ের চ্যালেঞ্জটাও থাকছে। আর বাংলাদেশ দল চাইবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা নিজেদের করে নেওয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা বাংলাদেশ জিতেছিল দুই ম্যাচ হাতে রেখেই। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহরা নিশ্চয়ই ব্যতিক্রম হতে দিতে চাইবেন না। 

গত পরশু সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিটা বেশ জমে উঠেছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়ক আজ দাঁড়িয়ে দারুণ এক মাইলফলকের সামনে। মাঠে নামলেই মাহমুদউল্লাহ বিশ্বের অষ্টম আর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলবেন শততম টি-টোয়েন্টি ম্যাচ। এমন মাইলফলকের ম্যাচে সিরিজ জয়ই চাইবেন বাংলাদেশ অধিনায়ক। গত পরশু ম্যাচ জিতে নিজের শততম ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহও বলেছেন, দারুণ কিছু করতেই নামবেন মাঠে, ‘সব সময় চেষ্টা করি দলের জন্য খেলতে। ১০০ তম ম্যাচেও সেই চেষ্টাই করব।’

কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের মতো মন্থর-ঘূর্ণি উইকেটে। কঠিন উইকেটে খাবি খেয়ে নিউজিল্যান্ড অলআউট হয় ৬০ রানে। সহজ ম্যাচটা সহজেই জিতেছিল বাংলাদেশও। এমন উইকেট দেখে সাবেক কিউই অলরাউন্ডার গ্রান্ট ইলিয়ট, আরেক অলরাউন্ডার জিমি নিশাম সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতেছিলেন।

উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। ভালো উইকেটেও যে বাংলাদেশ জিততে পারে, সেটি দ্বিতীয় টি-টোয়েন্টিতেই নিশাম–ভোগলেদের দেখিয়েছেন মাহমুদউল্লাহরা। এই ম্যাচের উইকেট ছিল অনেকটাই ব্যাটিং-সহায়ক।

এমন উইকেটে শেষ বলে ম্যাচ জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে। অবশ্য নিউজিল্যান্ড দলেরও প্রাপ্তি আছে। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের বার্তা ছিল তাদের পারফরম্যান্সে। আজ তৃতীয় ম্যাচে সিরিজে ফেরার সর্বোচ্চ চেষ্টাই করবে নিউজিল্যান্ড।

আজ তৃতীয় ম্যাচেও বাংলাদেশের একাদশ পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। একাদশ পরিবর্তন নিয়ে তেমন কিছু বলা না গেলেও এটাতে সংশয় নেই, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজটা আজই নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ! 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত