নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে না দাঁড়িয়ে উপায় থাকে না। নিউজিল্যান্ড দল সে কাজটা পরশু কী দারুণভাবেই না করেছে!
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে সফরকারীরা বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে মাত্র ৭৬ রানে। যা ঘরের মাঠে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর। দুর্দান্ত সে জয়ে সিরিজটাও বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। আর এবার তো সিরিজ জয়েরই স্বপ্ন বুনতে শুরু করেছে তারা।
একটি জয় কীভাবে কোনো দলের শারীরিক ভাষা বদলে দেয়, তা আজ মিরপুরের বিসিবি একাডেমি মাঠে নিউজিল্যান্ডের অনুশীলন দেখে বোঝা গেল। কিউইদের কথাতেও ঝরে পড়ছিল আত্মবিশ্বাস।
অনুশীলনের ফাঁকে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকনাল যেন হুংকারই ছুড়লেন। বললেন, তাঁর দল ভড়কে যাচ্ছে না মোটেও। বরং আগুনের জবাব আগুন দিয়েই দিতে চান তাঁরা।
পোকনালের ভাষ্য, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর (তৃতীয় ম্যাচে) তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণ রুখতে আমরাও প্রস্তুত। আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আমরা লড়াইয়ে নামতে মুখিয়ে আছি।’
আগামীকাল চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছেন পোকনাল, ‘এই সিরিজ থেকে আমাদের এখন অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। কাল ২-২ করে ফেলতে চাই। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে না দাঁড়িয়ে উপায় থাকে না। নিউজিল্যান্ড দল সে কাজটা পরশু কী দারুণভাবেই না করেছে!
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে সফরকারীরা বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে মাত্র ৭৬ রানে। যা ঘরের মাঠে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন স্কোর। দুর্দান্ত সে জয়ে সিরিজটাও বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। আর এবার তো সিরিজ জয়েরই স্বপ্ন বুনতে শুরু করেছে তারা।
একটি জয় কীভাবে কোনো দলের শারীরিক ভাষা বদলে দেয়, তা আজ মিরপুরের বিসিবি একাডেমি মাঠে নিউজিল্যান্ডের অনুশীলন দেখে বোঝা গেল। কিউইদের কথাতেও ঝরে পড়ছিল আত্মবিশ্বাস।
অনুশীলনের ফাঁকে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকনাল যেন হুংকারই ছুড়লেন। বললেন, তাঁর দল ভড়কে যাচ্ছে না মোটেও। বরং আগুনের জবাব আগুন দিয়েই দিতে চান তাঁরা।
পোকনালের ভাষ্য, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড দুর্দান্ত। এভাবে হারার পর (তৃতীয় ম্যাচে) তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণ রুখতে আমরাও প্রস্তুত। আগুনের জবাব আগুন দিয়েই দিতে চাই। আমরা লড়াইয়ে নামতে মুখিয়ে আছি।’
আগামীকাল চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশা করছেন পোকনাল, ‘এই সিরিজ থেকে আমাদের এখন অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। কাল ২-২ করে ফেলতে চাই। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে