নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৯ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে