Ajker Patrika

মুশি–সোহান দুজনেই আছেন খুশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪: ১৫
মুশি–সোহান দুজনেই আছেন খুশি

লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক। 

প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’ 

মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’ 

মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত