নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
লাল বলে মুশফিকুর রহিমকে কিপিং ছাড়তে হয়েছে চার বছর আগেই। এখন সাদা বলের ক্রিকেটেও মুশফিক পড়েছেন কঠিন পরীক্ষায়। কাল প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন মুশফিক–সোহান। প্রথম দুই ম্যাচে নুরুলের হাতেই থাকবে গ্লাভস। পরের দুই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াবেন মুশফিক।
প্রথম চার টি–টোয়েন্টিতেই হয়ে যাবে মুশি–সোহানের পরীক্ষা। সেখানে যিনি এগিয়ে থাকবেন তাঁর হাতেই থাকবে—পঞ্চম ম্যাচের কিপিং গ্লাভস। শুধু কি নিউজিল্যান্ড সিরিজ? পঞ্চম ম্যাচে যিনি কিপিং করবেন তাঁকেই হয়তো দেখা যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে কিপিং করতে। মুশফিক–সোহানের মধ্যে কিপিং নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তাই বেশ জোরালোই হয়ে উঠল। আজ সিরিজ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও মাহমুদউল্লাহকে এ নিয়ে দিতে হলো প্রশ্নের উত্তর। তবে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘মুশফিক–সোহান দুজনেই এ নিয়ে খুশি আছেন।’
মুশফিক–সোহানকে নিয়ে দলের এমন পরিকল্পনা ড্রেসিংরুমের বাইরে আনা পছন্দ হয়নি মাশরাফি বিন মুর্তজার। কাল রাতে ফেসবুকে এ নিয়ে বিশদ লিখেছেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের দুজন সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটারকে সেটা আবার নিজ দলের খেলোয়াড়। আপনি যুদ্ধ করে বাঁচতে বলবেন সেটা ড্রেসিংরুম পর্যন্ত থাকাই ভালো।’
মাশরাফি এ নিয়ে প্রশ্ন তুললেও অবশ্য মাহমুদউল্লাহ বলেছেন, ‘মুশফিক দারুণ টিমম্যান। তার সঙ্গে আমাদের কথা এ বিষয়ে কথা হয়েছে। মুশফিক–সোহান দুজনেই খুশি আছে। সর্বশেষ সিরিজে সোহান দারুণ কিপিং করেছে। মুশফিকও তো দারুণ। আবার লিটনের কথা তো বলাই হলো না। দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৭ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৮ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৯ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ ঘণ্টা আগে