লতা মঙ্গেশকরের বায়োপিকে কাজ করতে চান শ্রদ্ধা
অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালোবাসেন শ্রদ্ধা কাপুর। তাইতো সিনেমায় অভিনয়ের কাজটা সেরে গানেও কণ্ঠ দেন তিনি। ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘রক অন টু’ ও ‘এক ভিলেন’সহ বেশ কিছু সিনেমার গানে খুঁজে পাওয়া যায় শ্রদ্ধাকে। গানের প্রতি এই ঝোঁক থেকেই এবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চরিত্রে কাজ করতে চান তিনি।