Ajker Patrika

লতা মঙ্গেশকরের বায়োপিকে কাজ করতে চান শ্রদ্ধা

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯: ১২
লতা মঙ্গেশকরের বায়োপিকে কাজ করতে চান শ্রদ্ধা

অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালোবাসেন শ্রদ্ধা কাপুর। তাইতো সিনেমায় অভিনয়ের কাজটা সেরে গানেও কণ্ঠ দেন তিনি। ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘রক অন টু’ ও ‘এক ভিলেন’সহ বেশ কিছু সিনেমার গানে খুঁজে পাওয়া যায় শ্রদ্ধাকে। গানের প্রতি এই ঝোঁক থেকেই এবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের চরিত্রে কাজ করতে চান তিনি।

‘তিন পাত্তি’ সিনেমা দিয়ে প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছিলেন শ্রদ্ধা কাপুর। ২০১৩ সালে ‘আশিকি-২’ সিনেমায় আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘হাফ গার্লফ্রেন্ড, ‘এক ভিলেন’, ‘ছিছোড়ে’র মতো সিনেমা দিয়ে বলিউডে নিজের আসন শক্ত করেছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে আড্ডা দেন অভিনেত্রী। আড্ডার একপর্যায়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, সুযোগ দেওয়া হলে কার বায়োপিকে অভিনয় করবেন? উত্তরে শ্রদ্ধা জানিয়েছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীর বায়োপিকে অভিনয় করতে চান তিনি। পদ্মিনী কোলাপুরী অভিনেত্রীর খালা। আত্মিক টান থেকেই তাঁর বায়োপিকে কাজ করতে চান তিনি। অন্যদিকে লতা মঙ্গেশকরের ভক্ত শ্রদ্ধা। তিনি মনে করেন, একজন গায়িকার বায়োপিকে কাজ করতে পারলে নিজের গান গাওয়ার দিকে বেশি নজর দিতে পারবেন। তাই লতা মঙ্গেশকরের চরিত্রে নিজেকে খুঁজতে চান তিনি।

বর্তমানে ‘স্ত্রী-২’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত শ্রদ্ধা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। সর্বশেষ তাঁকে নির্মাতা লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত