গত বছরের ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের কন্যাসন্তান দেবীর বয়স এখন ৯ মাস। আজ রোববার নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে কষ্টের কথা প্রকাশ্যে আনলেন বিপাশা। জানালেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটো ছিদ্র নিয়ে জন্মানো এবং মেয়েকে নিয়ে সেই সময়ের সংগ্রামের কথা।
এদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা বসু। বিপাশা জানিয়েছেন, জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। এ কথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।
বিপাশা বলেন, ‘মা-বাবা হিসেবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে, এর আগে সেটা ছিল না। তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা আর কোনো মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসেবে মাত্র তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম, আমি এটা প্রকাশ্যে আনব না। তবে আমি এখন এটা বলছি কারণ, আমার মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যারা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন।’
বিপাশা আরও বলেন, ‘প্রথমে আমরা ভিএসডি কী, তা-ও বুঝতে পারিনি। জানতে পারি এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন আমাদের পাগলের মতো দিন কেটেছে। আমরা আমাদের পরিবারের লোকজনকেও এটা জানাইনি। কারণ কী হবে সেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম না। আমরা বাবা-মা হওয়াকে উদ্যাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি আর করণ সব জেনে অনুভূতিহীন হয়ে যাই। প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। আমাদের বলা হয়েছিল যে, প্রতি মাসে এটি নিজে থেকে নিরাময় হচ্ছে কি না, তা জানতে আমাদের একটি স্ক্যান করতে হবে। তবে ওর হৃৎপিণ্ডের গর্তটা বেশ বড় ছিল। আমাদের বলা হয় যে এটা সন্দেহজনক, তাই সুস্থ করতে গেলে ওর অস্ত্রোপচার করাতে হবে। সেটাই ওর জন্য ভালো। দেবীর বয়স যখন মাত্র তিন মাস, তখন ওর ওপেন হার্ট সার্জারি করাতে হয়।’
এরপর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। পরে বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম, তখন কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না। কারণ কীভাবে এতটুকু শিশুর ওপেন হার্ট সার্জারি হতে পারে! তবে এটা নিজ থেকে ঠিক হয়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, কেটে যায়, কিছুই হয়নি। যখন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি, তখন আমি প্রস্তুত ছিলাম, তবে করণ তখনো প্রস্তুত ছিল না। আমি জানতাম যে দেবীকে ঠিক থাকতেই হবে এবং আমার বিশ্বাস ছিল যে ও ঠিক থাকবে।’
হ্যাঁ, ও এখন ঠিক আছে কিন্তু কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আমি বলছি, কারণ কারও সন্তানের সঙ্গে এমন ঘটলে উচিত সঠিক সময়ে অস্ত্রোপচার করে নেওয়া।’ যোগ করেন বিপাশা।
বিপাশা বলেন, যখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘণ্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে, তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছর বিয়ে করেন তাঁরা।
গত বছরের ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভারের কন্যাসন্তান দেবীর বয়স এখন ৯ মাস। আজ রোববার নেহা ধুপিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দেবীকে নিয়ে কষ্টের কথা প্রকাশ্যে আনলেন বিপাশা। জানালেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটো ছিদ্র নিয়ে জন্মানো এবং মেয়েকে নিয়ে সেই সময়ের সংগ্রামের কথা।
এদিন নেহার সঙ্গে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা বসু। বিপাশা জানিয়েছেন, জন্মের পর তিনি জানতে পারেন তাঁর মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। অর্থাৎ জন্মসূত্রে ছোট্ট দেবী ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি) ভুগছিল। এ কথা জানার পর ভেঙে পড়েন বিপাশা ও করণ। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সে তাঁদের মেয়ের ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে।
বিপাশা বলেন, ‘মা-বাবা হিসেবে আমাদের এই যাত্রা অন্যান্য মা-বাবার থেকে অনেক আলাদা ছিল। আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে, এর আগে সেটা ছিল না। তখন সুখটাও আমার কাছে কঠিন ছিল। আমি চাই না আমার সঙ্গে যেটা হয়েছে, সেটা আর কোনো মায়ের সঙ্গে হোক। একজন নতুন মা হিসেবে মাত্র তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার মেয়ের হৃৎপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে, ও ওভাবেই জন্মেছে। আমি ভেবেছিলাম, আমি এটা প্রকাশ্যে আনব না। তবে আমি এখন এটা বলছি কারণ, আমার মনে হয়েছে আমার মতোই অনেক মা আছেন, যারা আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন।’
বিপাশা আরও বলেন, ‘প্রথমে আমরা ভিএসডি কী, তা-ও বুঝতে পারিনি। জানতে পারি এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন আমাদের পাগলের মতো দিন কেটেছে। আমরা আমাদের পরিবারের লোকজনকেও এটা জানাইনি। কারণ কী হবে সেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম না। আমরা বাবা-মা হওয়াকে উদ্যাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি আর করণ সব জেনে অনুভূতিহীন হয়ে যাই। প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। আমাদের বলা হয়েছিল যে, প্রতি মাসে এটি নিজে থেকে নিরাময় হচ্ছে কি না, তা জানতে আমাদের একটি স্ক্যান করতে হবে। তবে ওর হৃৎপিণ্ডের গর্তটা বেশ বড় ছিল। আমাদের বলা হয় যে এটা সন্দেহজনক, তাই সুস্থ করতে গেলে ওর অস্ত্রোপচার করাতে হবে। সেটাই ওর জন্য ভালো। দেবীর বয়স যখন মাত্র তিন মাস, তখন ওর ওপেন হার্ট সার্জারি করাতে হয়।’
এরপর কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন বিপাশা। পরে বলেন, ‘আমি ভেঙে পড়েছিলাম, তখন কী করা উচিত বুঝে উঠতে পারছিলাম না। কারণ কীভাবে এতটুকু শিশুর ওপেন হার্ট সার্জারি হতে পারে! তবে এটা নিজ থেকে ঠিক হয়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, কেটে যায়, কিছুই হয়নি। যখন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি, তখন আমি প্রস্তুত ছিলাম, তবে করণ তখনো প্রস্তুত ছিল না। আমি জানতাম যে দেবীকে ঠিক থাকতেই হবে এবং আমার বিশ্বাস ছিল যে ও ঠিক থাকবে।’
হ্যাঁ, ও এখন ঠিক আছে কিন্তু কঠিন সিদ্ধান্ত ছিল ওটা। আমি বলছি, কারণ কারও সন্তানের সঙ্গে এমন ঘটলে উচিত সঠিক সময়ে অস্ত্রোপচার করে নেওয়া।’ যোগ করেন বিপাশা।
বিপাশা বলেন, যখন দেবীর বয়স তিন মাস, তখন ওই অস্ত্রোপচার করানো হয়, যেটা ছয় ঘণ্টা ধরে চলে। দেবী যখন অপারেশন থিয়েটারে, তখন আমার মনে হয়েছিল আমার জীবন স্তব্ধ। তবে অস্ত্রোপচার সফল হলে আমি অবশেষে স্বস্তি পাই, দেবী এখন ঠিক আছে।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই করণের প্রেমে পড়েছিলেন বিপাশা। পরের বছর বিয়ে করেন তাঁরা।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২৭ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে