আগামী ১১ আগস্ট বলিউড বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার আর সানি দেওল। একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার বহু প্রতীক্ষিত ছবি। অক্ষয় কুমারের ‘ওএমজি ২’, অন্যদিকে বাইশ বছর পর সুপারহিট ‘গদর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল। মুক্তির আগেই বক্স অফিসে দুই সিক্যুয়েল নিয়ে চলছে জোর টক্কর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে আছে ‘গদর ২’।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, ইতিমধ্যে ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সানি দেওলের ‘গদর ২’-এর। হিসাব করলে মুক্তির আগেই প্রায় ২.৬০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’।
অন্যদিকে অনলাইন অগ্রিম বুকিংয়ের দৌড়ে পিছিয়ে রয়েছেন অক্ষয় কুমার। টিকিট বিক্রির হিসাবে এখন পর্যন্ত ৪২ লাখ রুপির ব্যবসা করেছে ‘ওএমজি-২ ’।
যদিও এখনো মুক্তির এক সপ্তাহ বাকি, তবে অগ্রিম বুকিংয়ে সানি দেওলের ‘গদর ২’ যে গতিতে ছুটছে, আশা করা যায় ২০২৩ সালের বক্স অফিসে ওপেনিং ডেতে আরেকটি দুর্দান্ত ওপেনিং ডে দিতে চলেছে এই ছবি।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
অন্যদিকে, সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য ছাঁটাই হলেও অক্ষয় কুমারের লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তা ছাড়া, ‘ওএমজি’ যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, সেখানে ‘ওএমজি ২’ সিনেমা থেকে প্রত্যাশাও অনেক বেশি দর্শকদের। এবার দেখার পালা দর্শকেরা কার মার্কশিটে বেশি নম্বর বসান।
আগামী ১১ আগস্ট বলিউড বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন অক্ষয় কুমার আর সানি দেওল। একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার বহু প্রতীক্ষিত ছবি। অক্ষয় কুমারের ‘ওএমজি ২’, অন্যদিকে বাইশ বছর পর সুপারহিট ‘গদর’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন সানি দেওল। মুক্তির আগেই বক্স অফিসে দুই সিক্যুয়েল নিয়ে চলছে জোর টক্কর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে আছে ‘গদর ২’।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, ইতিমধ্যে ৯০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে সানি দেওলের ‘গদর ২’-এর। হিসাব করলে মুক্তির আগেই প্রায় ২.৬০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘গদর ২’।
অন্যদিকে অনলাইন অগ্রিম বুকিংয়ের দৌড়ে পিছিয়ে রয়েছেন অক্ষয় কুমার। টিকিট বিক্রির হিসাবে এখন পর্যন্ত ৪২ লাখ রুপির ব্যবসা করেছে ‘ওএমজি-২ ’।
যদিও এখনো মুক্তির এক সপ্তাহ বাকি, তবে অগ্রিম বুকিংয়ে সানি দেওলের ‘গদর ২’ যে গতিতে ছুটছে, আশা করা যায় ২০২৩ সালের বক্স অফিসে ওপেনিং ডেতে আরেকটি দুর্দান্ত ওপেনিং ডে দিতে চলেছে এই ছবি।
২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও অমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। মুক্তি পেতে চলেছে ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।
অন্যদিকে, সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য ছাঁটাই হলেও অক্ষয় কুমারের লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। তা ছাড়া, ‘ওএমজি’ যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, সেখানে ‘ওএমজি ২’ সিনেমা থেকে প্রত্যাশাও অনেক বেশি দর্শকদের। এবার দেখার পালা দর্শকেরা কার মার্কশিটে বেশি নম্বর বসান।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে