Ajker Patrika

কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্না

কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্না

বলিউডের দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী পর্না। সম্প্রতি ভারতের কলকাতা ও মুম্বাই শহরে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়। কলকাতায় রেকর্ড হওয়া কুমার শানুর সঙ্গে গাওয়া দ্বৈত গানটির শিরোনাম ‘আমি বড় ভালোবাসি তোমায়’। গানটির কথা ও সুর করেছেন দোলন মৈনাক। অন্যদিকে, মুম্বাই শহরে উদিত নারায়ণের সঙ্গে যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘তুমি রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’। এ গানটিও দোলন মৈনাকের লেখা ও সুর করা।

দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত পর্না। তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে ওনাদের মতো শিল্পীদের সঙ্গে গাইতে পেরেছি। যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে দ্বৈত গান করা স্বপ্নের মতো। এটা আমার সংগীত ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি। আমি ভীষণ গর্ববোধ করছি। রেকর্ডিংয়ের সময় দুজনই আমাকে শিখিয়ে দিয়েছেন গানটি কীভাবে গাইতে হবে, কতটুকু দম দিতে হবে—এমন খুঁটিনাটি অনেক কিছু। পরবর্তী সময়ে এমন আরও একটি গান করার ইচ্ছা জানিয়েছেন উদিতজি।’

পর্না জানান, দুটি গানেরই ভিডিও নির্মাণের কাজ চলছে। শিগগিরই গান দুটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।

উদিত নারায়ণের সঙ্গে স্টুডিওতে পর্নাচলতি বছর মুক্তি পাওয়া ‘রেডিও’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন পর্না। আরিফ ইকবালের কথায় ‘প্রাণের প্রদীপ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উৎসবে প্রদর্শিত হয়েছে রেডিও। সিনেমার গানের জন্য কলকাতায় প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন পর্না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত