আম্বানিদের অনুষ্ঠানে তারকাদের ঝলকানি
সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের এক সঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও