জীবনধারা ডেস্ক
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৮ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৯ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
১০ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
১০ ঘণ্টা আগে