জীবনধারা ডেস্ক
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৩ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে