Ajker Patrika

ঈদে ভ্রমণ উপযোগী পোশাক 

জীবনধারা ডেস্ক
ঈদে ভ্রমণ উপযোগী পোশাক 

কী ভাবছেন, এবারের ঈদটা বাড়ির বাইরেই কাটাবেন? কাজের চাপে সময়ই মেলে না, তাই বন্ধুবান্ধব নিয়ে ঈদের ছুটিটা যদি ঘুরেই কাটানো যায় তাহলে মন্দ হয় না। যেহেতু চৈত্র্য়ের শেষের দিকেই ঈদ হবে সেহেতু বোঝাই যাচ্ছে গরমটাও পড়বে বেশ। তাই ঘুরে বেড়ানোটা যাতে ফুরফুরে হয় তাই পোশাক–আশাকও তেমন হওয়া চাই। আবার যেহেতু উৎসব, তাই আটপৌঢ়ে কাপড়ও আবার পরা যায় না। ফলে কেটাকাটার সময়ই এই ব্যাপারগুলো মনে রেখে কাপড় বাছাই করতে হবে।

ছবি সৌজন্য: ইজিউৎসবে ফ্যাশন হাউজগুলোয় পুরুষের পোশাকে খুব যে বৈচিত্র থঅকে এমনটা নয়। তবে একেক বছরে একেক রং, মোটিফ ও কাট প্রভাব বিস্তার করে। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য এবারের ঈদে নিয়ে এসেছে নতুন ডিজাইন সব টি-শার্ট, পোলো শার্ট, শার্ট, পাঞ্জাবি, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, কটি, কাবলি পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। এগুলোর রংয়ে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে বেশ খানিকটা।

ছবি সৌজন্য: ইজিউৎসব ও ভ্রমণ উপযোগী পোশাক
দেশীয় ফ্যাশন ব্র‍্যান্ড ইজি তাদের ঈদ আয়োজনে রেখেছে ক্যাজুয়্যাল পোশাক, যা একাধারে উৎসবে পরার উপযোগী ও ভ্রমণের জন্যও আরামদায়ক। আরামের কথা বিবেচনা করে এসব টি–শার্ট, পোলো শার্ট, শার্ট, পাঞ্জাবি, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট ইত্যাদি পোশাকে ব্যবহার করা হয়েছে নিরপেক্ষ রং। পাশাপাশি কিছু পোশাকে আবার লাল, কমলার মতো উজ্জ্বল রং ব্যবহার হয়েছে। 

ছবি সৌজন্য: ইজিপ্রাধান্য পেয়েছে ডিজিটাল প্রিন্ট ও স্ট্রাইপ 
এবারের পোশাকগুলোয় মূলত ডিজিটাল প্রিন্ট ও স্ট্রাইপের ব্যবহার লক্ষ্য় করা গেছে। সব ধরনের ক্রেতাদের কথা বিবেচনা করেই এ ধরনের নকশা করা হয়েছে।

ছবি সৌজন্য: ইজিকাপড় 
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘ক্রেতাদের পছন্দ ও আরামের কথা ভেবেই আমরা পোশাকগুলো তৈরি করেছি। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সব জেলাতেই ইজির শো-রুমে পাওয়া যাবে পোশাকগুলো।’ 

ছবি সৌজন্য: ইজিপাঞ্জাবি ছাড়া ঈদ হয়?
ঘরের বাইরে ঈদ হলেই কি? পাঞ্জাবি ছাড়া কি আর পুরুষের ঈদ হয়? প্রতিবছরের মতো এবারও কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত