জন্মদিনে আনুশকার ১০ ফ্যাশন লুক
অভিনয়, প্রযোজনা, সংসার সমানতালে সামলে চলেছেন জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা। সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীদের মনে স্বাভাবিক ভাবেই কৌতূহল, এত দায়িত্ব সামলেও কীভাবে সব সময় নিজেকে চনমনে রাখেন আনুশকা? অভিনয়ের পাশাপাশি আনুশকার ফ্যাশন সচেতনতায়ও মুগ্ধ ভক্তরা।