Ajker Patrika

ঈদে সুতিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৩: ০১
ঈদে সুতিতে স্বস্তি

ঈদের পোশাক হওয়া চাই আরামদায়ক। রান্না, ঘর গোছানোর পাশাপাশি অতিথি আপ্যায়ন– সব সময়ই আপনি পরতে পারেন সুতির পোশাক। তা হতে পারে সালোয়ার-কামিজ, কাফতান, টপস ইত্যাদি। যেহেতু ঈদ তাই পোশাকে আরামের পাশাপাশি থাকতে পারে ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্টের পোশাক পরতে পারেন ঈদের দিন সকালে। অতিথিদের বাসায় দাওয়াত খেতে গেলে কিংবা বিকেলে বেড়াতে গেলে একটু অভিজাত পোশাক পরতে পারেন। সেই পোশাকেও থাকতে পারে ব্লক কিংবা কারচুপির কাজ।

ডিজাইন ও মোটিফ
ঈদ উপলক্ষে নারীদের জন্য এথনিক, ট্র্যাডিশনাল ও ফিউশনের পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের সুতি শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ নিয়ে এসেছে বিভিন্ন ফ্যাশন হাউস। পোশাকের ডিজাইনে জ্যামিতিক, ফুলেলসহ বিভিন্ন ধরনের মোটিফ ব্যবহার করা হয়েছে। পোশাককে অনন্য করে তোলে প্রিন্ট, এমব্রয়ডারি, মেটালিক হাতের কাজ এবং টাই-ডাই ও কারচুপির কাজ।

লেইস ও টার্সেলের ব্যবহার
এ বছর পোশাক এবং গাউনে লেইস ও টার্সেলের ব্যবহার বেড়েছে। সুতি ও লিনেনের সিঙ্গেল কামিজ ও টপসে লেইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কামিজ ও ওড়নায় টার্সেলের ব্যবহার পোশাকের সৌন্দর্য বাড়িয়ে তুলছে।

প্যাটার্নে ভিন্নতা
শাড়ি, কুর্তি, কামিজ, পঞ্চ, কাফতান, সিঙ্গেল কামিজ ও টপসে বিভিন্ন ট্রেন্ডি প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। তরুণীদের কুর্তি, সালোয়ার-কামিজে পশ্চিমা ও সাব কন্টিনেন্ট ট্রেন্ড অনুযায়ী ফিউশন রাখা হয়েছে। এ ছাড়া সালোয়ার-কামিজের প্যাটার্ন, কাটিংয়ে ভিন্নতা আনার চেষ্টা করেছে বিভিন্ন ব্র্যান্ড।

রঙের বাহার
ঈদ উপলক্ষে মেরুন, পেঁয়াজ, চেরি রেড, কমলা, হট ও কোরাল পিংক, ল্যাভেন্ডার, কফি, পার্পেল, অলিভ গ্রিন, মিন্ট গ্রিন, ব্রোঞ্জ গ্রিন ছাড়াও বিভিন্ন নীল রং, যেমন রয়্যাল নেভি, মেরিনো, ক্যাডেট, স্কাইয়ের মতো বিভিন্ন রঙের পোশাক পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে।

প্রাপ্তিস্থান ও দরদাম
ঢাকা, সিলেট, চট্টগ্রামে প্রায় প্রতিটি ফ্যাশন হাউসের আউটলেট আছে। সেগুলোতে তাদের সব ধরনের পোশাক পাওয়া যাবে। এ ছাড়া পুরো দেশের জেলা শহরগুলোর নিউমার্কেট বা সুপার মার্কেটে ঈদের সব পোশাক পাওয়া যাবে। পাওয়া যাবে ফেসবুক বা ওয়েবসাইটভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে। সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাক এখন সমগ্র দেশ থেকেই কুরিয়ারের মাধ্যমে পাওয়া যায়।

ঈদের পোশাক ১ হাজার ২০০ থেকে শুরু করে সাড়ে ৩ হাজার বা আরও বেশি টাকার মধ্যে কেনা যাবে। দাম অবশ্য ব্র্যান্ড অনুসারে কম-বেশি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত