বাইশে একুশের পোশাক
৫ মে, ২০১০। জেইম ব্ল্যাক নামে কানাডার এক আদিবাসী শিল্পী সে দেশের উইনিপেগ বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন লাল রঙের পোশাক দিয়ে। নিখোঁজ ও খুন হয়ে যাওয়া কানাডিয়ান আদিবাসী নারীদের স্মরণে এ আয়োজন করেছিলেন তিনি। পরে এটি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। লাল রঙের পোশাক হয়ে ওঠে শ্রদ্ধা, স্