গত দুই বছর ঈদুল ফিতর কেটেছে করোনার প্রকোপ আর লকডাউনে। ফলে উৎসবে মন খুলে উল্লাস করার সুযোগটাও ছিল কম। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মোতাবেক সাবধানতাই ছিল বেশি। সে সময় ঈদকে কেন্দ্র করে অনেকেরই নতুন কাপড় হয়তো কেনা হয়েছে, তবে তা উপলক্ষ ছিল মাত্র। চলতি বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো সেজে উঠেছে নানা ধরনের নকশার কাপড়ে। ফ্যাশন ডিজাইনাররাও এবার লাগাতার কাজে করে তৈরি করেছেন বাহারি পোশাক। আর দুই বছর পর দেশবাসী মেতেছে ঈদের চিরাচরিত আয়োজনে।
ঈদের কেনাকাটায় খুব যত্ন নিয়ে, কাপড়ে হাত বুলিয়ে নিখুঁতভাবে দেখে ও বুঝে যাঁদের জন্য কাপড় কেনা হয়, তাঁরা হলেন পরিবারের অগ্রজ সদস্য বা বয়োজ্যেষ্ঠরা। বাবা–মা, দাদা–দাদি, নানা–নানি, চাচা–চাচি, খালা–খালু, ফুপা–ফুপুদের মতো পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য কেনাকাটা করার সময় তাঁদের রুচি তো বটেই, সবচেয়ে বেশি বিবেচনায় রাখা হয় পোশাকের রং ও আরামের কথা। যে কাপড় বা পোশাকটি পরে তাঁরা স্বচ্ছন্দে দিন কাটাতে পারবেন বা চলাফেরা করতে পারবেন, সেটিই উপহার দেওয়ার প্রয়াস থাকে ঈদে।
এবার তো ভরা বৈশাখে পড়েছে ঈদুল ফিতর। ভোরের শীতল আমেজ নেমে যেতেই ভাপসা গরম নিয়ে দিনের শুরু হয়। গনগনে সূর্য যেন আগুন ঢেলে দেয় গায়ে। ফলে আবহাওয়ার এমনতালে শীতল, হালকা বা একেবারেই হালকা রঙের কাপড়ই আরাম দেবে বয়োজ্যেষ্ঠদের। ভীষণ গরমের সকাল বা দুপুরে পোশাক হওয়া চাই এমন কাপড় ও রঙের যেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন স্বস্তিতেই উৎসব যাপন করতে পারেন।
বয়োজ্যেষ্ঠদের কথা বিবেচনায় রেখে কোনো কোনো ফ্যাশন হাউস তাঁদের জন্য সাবব্র্যান্ড তৈরি করেছে। সেখানে শুধু বয়োজ্যেষ্ঠদের জন্যই পোশাক তৈরি করা হয়।
রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিতে রয়েছে অগ্রজদের জন্য শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বড় ওড়না ও বাবা-গেঞ্জি। এই ফ্যাশন হাউসের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘অগ্রজদের আরাম ও পছন্দের বিষয় বিবেচনায় রেখেই প্রোডাক্ট লাইনের কথা ভেবেছি, যেখানে তাঁদের পোশাকগুলো আলাদা করে পাওয়া যাবে। বয়োজ্যেষ্ঠরা কোন ধরনের রং পছন্দ করতে পারেন, কোন ধরনের কাপড় পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কোন ধরনের কাটিং পরে অভ্যস্ত, সেসব কথা বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশের সাব–ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলির পোশাকগুলো তৈরি হয়েছে।’ ঈদ ফ্যাশনে পাঞ্জাবির গুরুত্ব অনেক। সে ক্ষেত্রেও চলতি প্যাটার্ন, যেমন স্লিম ফিট এড়িয়ে বাবাদের পাঞ্জাবি যেমন ছিল, সেভাবেই তৈরি হয়েছে শ্রদ্ধাঞ্জলির পোশাক। অন্যদিকে মায়েদের শাড়ির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি চেষ্টা করেছে গ্রহণযোগ্য ভ্যালু এডিশন করে শাড়ি তৈরি করতে। শাড়ির বেশির ভাগ কাপড়ই সুতি। এটাও ভাবা হয়েছে, রংটাও যেন আরামদায়ক হয়।
যদিও আমরা ছেলেমেয়েরা চাই মা-বাবাকে একটু রঙিন কাপড়ে দেখতে। পোশাকের নকশায় সে সুপ্ত চিন্তাটাও ছিল শ্রদ্ধাঞ্জলির নকশাকারদের। সে ক্ষেত্রে অফটোনের ওপরই বেশি কাজ হয়েছে, আবার তাতে যেন একটা রঙিন ভাব চলেও আসে, সে চেষ্টাটাও তাদের ছিল।
অন্যদিকে, আড়ংয়ের সিনিয়র ডিজাইনার আন্তু নাজনীন বলেন, ‘যেহেতু এখন অনেক গরম, ফলে পরিধেয় হিসেবে সুতি কাপড়ই সবচেয়ে ভালো হবে। তবে আড়ংয়ে সুতির পাশাপাশি সিল্ক, মসলিন, এন্ডি শাড়িতে স্ক্রিনপ্রিন্ট, নকশিকাঁথার কাজ, ব্লকসহ মোটামুটি সব ধরনের মিডিয়ায় কাজ করা হয়েছে। আর এগুলোর দামও বিভিন্ন রেঞ্জে রাখা হয়েছে, যাতে সব ধরনের ক্রেতারাই তাঁদের রুচি অনুযায়ী কিনতে পারেন।’
গরম ও ঈদ দুটোকে বিবেচনায় রেখে পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য কোন ধরনের পোশাক বাছাই করা উচিত, এ প্রসঙ্গে ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ডিজাইনার এ কে ওয়াসিম উদ্দীন আহ্মেদ বলেন, ‘গরমে এমন রঙের পোশাক পরা উচিত, রাস্তায় চলাফেরার সময় বা আশপাশে যাঁরা থাকেন তাঁদের চোখে আরামবোধ হয়।’
বয়োজ্যেষ্ঠদের পোশাক পাওয়া যাবে
ঈদের কেনাকাটায় বয়োজ্যেষ্ঠদের পোশাক পাওয়া যাবে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, যাত্রা, লা রিভ, আড়ং, নিপুণ, নবরূপায়। এ ছাড়া নিউমার্কেট, উত্তরা রাজলক্ষ্মী সুপার মার্কেট, সুবাস্তু নজরভ্যালি, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারে পাওয়া যাবে বয়োজ্যেষ্ঠদের উপযোগী শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ও ওড়না। ঢাকার বাইরে প্রতিটি জেলা বা উপজেলা শহরেই এখন মানসম্মত ঈদের পোশাক পাওয়া যায়।
গত দুই বছর ঈদুল ফিতর কেটেছে করোনার প্রকোপ আর লকডাউনে। ফলে উৎসবে মন খুলে উল্লাস করার সুযোগটাও ছিল কম। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মোতাবেক সাবধানতাই ছিল বেশি। সে সময় ঈদকে কেন্দ্র করে অনেকেরই নতুন কাপড় হয়তো কেনা হয়েছে, তবে তা উপলক্ষ ছিল মাত্র। চলতি বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফ্যাশন হাউস ও বিপণিবিতানগুলো সেজে উঠেছে নানা ধরনের নকশার কাপড়ে। ফ্যাশন ডিজাইনাররাও এবার লাগাতার কাজে করে তৈরি করেছেন বাহারি পোশাক। আর দুই বছর পর দেশবাসী মেতেছে ঈদের চিরাচরিত আয়োজনে।
ঈদের কেনাকাটায় খুব যত্ন নিয়ে, কাপড়ে হাত বুলিয়ে নিখুঁতভাবে দেখে ও বুঝে যাঁদের জন্য কাপড় কেনা হয়, তাঁরা হলেন পরিবারের অগ্রজ সদস্য বা বয়োজ্যেষ্ঠরা। বাবা–মা, দাদা–দাদি, নানা–নানি, চাচা–চাচি, খালা–খালু, ফুপা–ফুপুদের মতো পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য কেনাকাটা করার সময় তাঁদের রুচি তো বটেই, সবচেয়ে বেশি বিবেচনায় রাখা হয় পোশাকের রং ও আরামের কথা। যে কাপড় বা পোশাকটি পরে তাঁরা স্বচ্ছন্দে দিন কাটাতে পারবেন বা চলাফেরা করতে পারবেন, সেটিই উপহার দেওয়ার প্রয়াস থাকে ঈদে।
এবার তো ভরা বৈশাখে পড়েছে ঈদুল ফিতর। ভোরের শীতল আমেজ নেমে যেতেই ভাপসা গরম নিয়ে দিনের শুরু হয়। গনগনে সূর্য যেন আগুন ঢেলে দেয় গায়ে। ফলে আবহাওয়ার এমনতালে শীতল, হালকা বা একেবারেই হালকা রঙের কাপড়ই আরাম দেবে বয়োজ্যেষ্ঠদের। ভীষণ গরমের সকাল বা দুপুরে পোশাক হওয়া চাই এমন কাপড় ও রঙের যেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন স্বস্তিতেই উৎসব যাপন করতে পারেন।
বয়োজ্যেষ্ঠদের কথা বিবেচনায় রেখে কোনো কোনো ফ্যাশন হাউস তাঁদের জন্য সাবব্র্যান্ড তৈরি করেছে। সেখানে শুধু বয়োজ্যেষ্ঠদের জন্যই পোশাক তৈরি করা হয়।
রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিতে রয়েছে অগ্রজদের জন্য শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বড় ওড়না ও বাবা-গেঞ্জি। এই ফ্যাশন হাউসের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘অগ্রজদের আরাম ও পছন্দের বিষয় বিবেচনায় রেখেই প্রোডাক্ট লাইনের কথা ভেবেছি, যেখানে তাঁদের পোশাকগুলো আলাদা করে পাওয়া যাবে। বয়োজ্যেষ্ঠরা কোন ধরনের রং পছন্দ করতে পারেন, কোন ধরনের কাপড় পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কোন ধরনের কাটিং পরে অভ্যস্ত, সেসব কথা বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশের সাব–ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলির পোশাকগুলো তৈরি হয়েছে।’ ঈদ ফ্যাশনে পাঞ্জাবির গুরুত্ব অনেক। সে ক্ষেত্রেও চলতি প্যাটার্ন, যেমন স্লিম ফিট এড়িয়ে বাবাদের পাঞ্জাবি যেমন ছিল, সেভাবেই তৈরি হয়েছে শ্রদ্ধাঞ্জলির পোশাক। অন্যদিকে মায়েদের শাড়ির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি চেষ্টা করেছে গ্রহণযোগ্য ভ্যালু এডিশন করে শাড়ি তৈরি করতে। শাড়ির বেশির ভাগ কাপড়ই সুতি। এটাও ভাবা হয়েছে, রংটাও যেন আরামদায়ক হয়।
যদিও আমরা ছেলেমেয়েরা চাই মা-বাবাকে একটু রঙিন কাপড়ে দেখতে। পোশাকের নকশায় সে সুপ্ত চিন্তাটাও ছিল শ্রদ্ধাঞ্জলির নকশাকারদের। সে ক্ষেত্রে অফটোনের ওপরই বেশি কাজ হয়েছে, আবার তাতে যেন একটা রঙিন ভাব চলেও আসে, সে চেষ্টাটাও তাদের ছিল।
অন্যদিকে, আড়ংয়ের সিনিয়র ডিজাইনার আন্তু নাজনীন বলেন, ‘যেহেতু এখন অনেক গরম, ফলে পরিধেয় হিসেবে সুতি কাপড়ই সবচেয়ে ভালো হবে। তবে আড়ংয়ে সুতির পাশাপাশি সিল্ক, মসলিন, এন্ডি শাড়িতে স্ক্রিনপ্রিন্ট, নকশিকাঁথার কাজ, ব্লকসহ মোটামুটি সব ধরনের মিডিয়ায় কাজ করা হয়েছে। আর এগুলোর দামও বিভিন্ন রেঞ্জে রাখা হয়েছে, যাতে সব ধরনের ক্রেতারাই তাঁদের রুচি অনুযায়ী কিনতে পারেন।’
গরম ও ঈদ দুটোকে বিবেচনায় রেখে পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য কোন ধরনের পোশাক বাছাই করা উচিত, এ প্রসঙ্গে ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ডিজাইনার এ কে ওয়াসিম উদ্দীন আহ্মেদ বলেন, ‘গরমে এমন রঙের পোশাক পরা উচিত, রাস্তায় চলাফেরার সময় বা আশপাশে যাঁরা থাকেন তাঁদের চোখে আরামবোধ হয়।’
বয়োজ্যেষ্ঠদের পোশাক পাওয়া যাবে
ঈদের কেনাকাটায় বয়োজ্যেষ্ঠদের পোশাক পাওয়া যাবে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, যাত্রা, লা রিভ, আড়ং, নিপুণ, নবরূপায়। এ ছাড়া নিউমার্কেট, উত্তরা রাজলক্ষ্মী সুপার মার্কেট, সুবাস্তু নজরভ্যালি, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং সেন্টারে পাওয়া যাবে বয়োজ্যেষ্ঠদের উপযোগী শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ও ওড়না। ঢাকার বাইরে প্রতিটি জেলা বা উপজেলা শহরেই এখন মানসম্মত ঈদের পোশাক পাওয়া যায়।
রবিঠাকুরের মেজ বউদি জ্ঞানদানন্দিনী দেবীর ‘পুরাতনী’ নামের বই থেকে জানা যায়, তাঁর শাশুড়ি সারদা দেবী নাকি নিজে বসে থেকে কাজের মেয়েদের দিয়ে পুত্রবধূদের গায়ে বিভিন্ন ধরনের উপটান মাখাতেন। বোঝাই যাচ্ছে, ঠাকুরবাড়িতে রূপচর্চার গুরুত্ব ছিল। শুধু বাড়ির মেয়ে–বউয়েরা কেন, বাড়ির ছেলেরাও ত্বক ও চুলের যত্ন নিতেন খুব
১ দিন আগেঢাকা থেকে বন্ধুরা বলে দিয়েছিল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বললেই যেকোনো ট্যাক্সিওয়ালা চোখ বুজে নিয়ে যাবেন রবীন্দ্রনাথের বাড়ি। কলকাতায় এসে বুঝলাম, চোখ বুজে ঠাকুরবাড়ি যাওয়ার দিন শেষ। দু-তিনজন ক্যাবচালক ‘ঠিকানা জানি না’ বলে জানালেন। কলকাতার ট্যাক্সিচালকেরা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি খুব একটা চেনেন না।
১ দিন আগেনেপাল সরকার এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, এখন থেকে মাউন্ট এভারেস্টে উঠতে হলে অবশ্যই আগে নেপালের অন্তত একটি ৭ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত জয় করার প্রমাণ দিতে হবে। এই পদক্ষেপের লক্ষ্য হলো এভারেস্টে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ...
১ দিন আগেহেনলি পাসপোর্ট ইনডেক্সের তালিকায় নাইজেরিয়ার পাসপোর্টের অবস্থান ৯০তম। বিশ্বের অন্যতম দুর্বল এই পাসপোর্ট নিয়ে ২৬ বছর বয়সী নারী পর্যটক আলমা আসিনোবি চেয়েছিলেন, সবচেয়ে কম সময়ে সাতটি মহাদেশ সফর করে বিশ্ব রেকর্ড গড়তে।
১ দিন আগে