‘স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা,
অবিনাশী গান।…’
গত অর্ধশত বছরে স্বাধীনতার অর্থ বহুমাত্রিক ও গভীর হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের মাত্রাও হয়েছে বৈচিত্র্যময়। সেই উদ্যাপনে অনেক অনুষঙ্গের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফ্যাশন। বিশেষ দিন উদযাপনে বিশেষ রঙের বা ধরনের পোশাক পরার ধারা এখন বহমান সব বয়সী মানুষের মধ্য়ে।
পোশাকের রং
যদি প্রশ্ন করা হয় স্বাধীনতা দিবসে কোন রঙের পোশাক পরবেন? নির্দ্বিধায় বলে উঠবেন, লাল ও সবুজের মিলমিশ। লাল-সবুজ যে দেশের পতাকার রং সেখানে স্বাধীনতা দিবসে এমন রঙের পোশাক গায়ে জড়ানো জুতসই বটে। খুব মিলিয়ে পোশাক পরতে যাঁরা অতটা অভ্যস্থ নন, তাঁরাও হয় লাল, নয় শুধু সবুজ পরেই বেরিয়ে পড়েন এই দিনটিতে।
বাংলা দিনপঞ্জির হিসাবে এখন চৈত্র মাস চলছে। আমরা পার করছি দাবদাহে তেতে ওঠা দিন। হাওয়ায় যেন আগুনের ফুলকি। দরদর করে ঘামছে শরীর। ফলে পরেও আরাম পাওয়া যায় এবং চোখেরও প্রশান্তি হয় এমন রংই তো বেছে নেওয়া হবে এ সময়। একটু খেয়াল করলে দেখা যাবে, এবারের স্বাধীনতা দিবসের আয়োজনে পোশাকের জমিনে পতাকার সবুজের বাইরেও বিভিন্ন শেডের সবুজ রং কাপড়ে ব্যবহার করা হয়েছে। টি-গ্রিন, লাইট গ্রিন, মিন্ট গ্রিন, লাইম গ্রিন, শিন গ্রিন, ফরেস্ট গ্রিন, ডার্ক গ্রিনসহ আরও অনেক ধরনের সবুজ রং দিয়ে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি তৈরি করেছে ফ্যাশন হাউসগুলো।
সবুজ মূলত প্রকৃতি ও প্রশান্তির রং। এ ছাড়া এ রংটি অর্থ, সৌভাগ্য, সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার প্রতিনিধিত্ব করে। তা ছাড়া মস্তিষ্ককে শান্ত করতে কিছুক্ষণ সবুজ রঙের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞরা। মোটকথা, এ রংটি মানুষের মনের ওপর এক প্রশান্ত প্রভাব ফেলে।
কথাগুলো যে একেবারেই মনগড়া নয়, তারই প্রতিবিম্ব পাওয়া যায় ফ্যাশন হাউসগুলোর স্বাধীনতা দিবসের কালেকশনে। শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, শাল, কটি, ওড়না, ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, উত্তরীয় কিংবা শিশুদের পোশাক তৈরিতে চলতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ কাপড়ের ক্যানভাসে মূল রং হিসেবে বেছে নিয়েছে বোতল গ্রিন ও অলিভ গ্রিনকে। সঙ্গে ছিল লাল ও সাদা। সহকারী অন্যান্য় রং হিসেবেও ছিল সবুজের শেড, যেমন সি গ্রিন।
অন্যদিকে স্বাধীনতার ভাবনায় লাল-সবুজের পোশাক ছাড়াও ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের এবারের বিশেষ সংগ্রহ সেজেছে সবুজের বিভিন্ন শেডে। সময়, আবহাওয়া ও পরিবেশের কথা বিবেচনায় রেখে সুতি, সিল্ক, লিনেন ও তাঁতের আরামদায়ক শাড়ি, টিউনিক, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশুদের পোশাকে রং হিসেবে ব্যবহৃত হয়েছে ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন ও ভিভিড গ্রিন। সহকারী রং হিসেবে ছিল লাল।
দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙের আয়োজনে চোখ রাখলেও দেখা যাবে সবুজের আধিক্য়। মূল রং সবুজ রেখে সহকারী হিসেবে লাল রং ব্যবহার করা হয়েছে তাদের পোশাকে। আবার সাদার ওপর ব্যবহার করা হয়েছে সবুজ। মোটকথা, ঋতু ও আরামের বিষয়টি বিবেচনায় রেখে বিস্তর পরিসরে এবার বিভিন্ন রকম সবুজ রং ব্যবহৃত হয়েছে।
চোখের পাতায় সবুজ
মিন্ট গ্রিন আইশ্যাডো গোটা চেহারায় প্রশান্তি এনে দেয়। একটা শীতল অনুভূতি দেয় গরমে। ফলে বেশ সাহসিকতার সঙ্গেই এই রংটি তরুণীদের চোখের পাতায় আশ্রয় নিয়েছে গরমের মৌসুমে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘গরমে স্নিগ্ধ দেখায় এমন আইশ্যাডো বেছে নিতে হবে। রাতের সাজে একটু স্মোকি চোখের সাজই মেকআপে পরিপূর্ণতা আনবে। চোখের কাজল রেখা ঘেঁষে ঘন করে আইলাইনার লাগান। নিচের পাতার ভেতরের অংশে ঘন কাজল দিয়ে নিচে মিন্ট গ্রিন শ্যাডো টানুন। পাপড়িতে ঘন করে মাশকারা দিন। এ ছাড়া সবুজ আইপেনসিল দিয়ে অনেকে চোখের নিচে রেখা টেনে নিন। এতে দেখতেও ভালো লাগে আর অনেক তরতাজা মনে হয়।’
সবুজ নিয়ে মজার তথ্য
‘স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা,
অবিনাশী গান।…’
গত অর্ধশত বছরে স্বাধীনতার অর্থ বহুমাত্রিক ও গভীর হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনের মাত্রাও হয়েছে বৈচিত্র্যময়। সেই উদ্যাপনে অনেক অনুষঙ্গের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফ্যাশন। বিশেষ দিন উদযাপনে বিশেষ রঙের বা ধরনের পোশাক পরার ধারা এখন বহমান সব বয়সী মানুষের মধ্য়ে।
পোশাকের রং
যদি প্রশ্ন করা হয় স্বাধীনতা দিবসে কোন রঙের পোশাক পরবেন? নির্দ্বিধায় বলে উঠবেন, লাল ও সবুজের মিলমিশ। লাল-সবুজ যে দেশের পতাকার রং সেখানে স্বাধীনতা দিবসে এমন রঙের পোশাক গায়ে জড়ানো জুতসই বটে। খুব মিলিয়ে পোশাক পরতে যাঁরা অতটা অভ্যস্থ নন, তাঁরাও হয় লাল, নয় শুধু সবুজ পরেই বেরিয়ে পড়েন এই দিনটিতে।
বাংলা দিনপঞ্জির হিসাবে এখন চৈত্র মাস চলছে। আমরা পার করছি দাবদাহে তেতে ওঠা দিন। হাওয়ায় যেন আগুনের ফুলকি। দরদর করে ঘামছে শরীর। ফলে পরেও আরাম পাওয়া যায় এবং চোখেরও প্রশান্তি হয় এমন রংই তো বেছে নেওয়া হবে এ সময়। একটু খেয়াল করলে দেখা যাবে, এবারের স্বাধীনতা দিবসের আয়োজনে পোশাকের জমিনে পতাকার সবুজের বাইরেও বিভিন্ন শেডের সবুজ রং কাপড়ে ব্যবহার করা হয়েছে। টি-গ্রিন, লাইট গ্রিন, মিন্ট গ্রিন, লাইম গ্রিন, শিন গ্রিন, ফরেস্ট গ্রিন, ডার্ক গ্রিনসহ আরও অনেক ধরনের সবুজ রং দিয়ে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি তৈরি করেছে ফ্যাশন হাউসগুলো।
সবুজ মূলত প্রকৃতি ও প্রশান্তির রং। এ ছাড়া এ রংটি অর্থ, সৌভাগ্য, সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার প্রতিনিধিত্ব করে। তা ছাড়া মস্তিষ্ককে শান্ত করতে কিছুক্ষণ সবুজ রঙের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞরা। মোটকথা, এ রংটি মানুষের মনের ওপর এক প্রশান্ত প্রভাব ফেলে।
কথাগুলো যে একেবারেই মনগড়া নয়, তারই প্রতিবিম্ব পাওয়া যায় ফ্যাশন হাউসগুলোর স্বাধীনতা দিবসের কালেকশনে। শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, শাল, কটি, ওড়না, ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি, উত্তরীয় কিংবা শিশুদের পোশাক তৈরিতে চলতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ কাপড়ের ক্যানভাসে মূল রং হিসেবে বেছে নিয়েছে বোতল গ্রিন ও অলিভ গ্রিনকে। সঙ্গে ছিল লাল ও সাদা। সহকারী অন্যান্য় রং হিসেবেও ছিল সবুজের শেড, যেমন সি গ্রিন।
অন্যদিকে স্বাধীনতার ভাবনায় লাল-সবুজের পোশাক ছাড়াও ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের এবারের বিশেষ সংগ্রহ সেজেছে সবুজের বিভিন্ন শেডে। সময়, আবহাওয়া ও পরিবেশের কথা বিবেচনায় রেখে সুতি, সিল্ক, লিনেন ও তাঁতের আরামদায়ক শাড়ি, টিউনিক, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশুদের পোশাকে রং হিসেবে ব্যবহৃত হয়েছে ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন ও ভিভিড গ্রিন। সহকারী রং হিসেবে ছিল লাল।
দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙের আয়োজনে চোখ রাখলেও দেখা যাবে সবুজের আধিক্য়। মূল রং সবুজ রেখে সহকারী হিসেবে লাল রং ব্যবহার করা হয়েছে তাদের পোশাকে। আবার সাদার ওপর ব্যবহার করা হয়েছে সবুজ। মোটকথা, ঋতু ও আরামের বিষয়টি বিবেচনায় রেখে বিস্তর পরিসরে এবার বিভিন্ন রকম সবুজ রং ব্যবহৃত হয়েছে।
চোখের পাতায় সবুজ
মিন্ট গ্রিন আইশ্যাডো গোটা চেহারায় প্রশান্তি এনে দেয়। একটা শীতল অনুভূতি দেয় গরমে। ফলে বেশ সাহসিকতার সঙ্গেই এই রংটি তরুণীদের চোখের পাতায় আশ্রয় নিয়েছে গরমের মৌসুমে। রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘গরমে স্নিগ্ধ দেখায় এমন আইশ্যাডো বেছে নিতে হবে। রাতের সাজে একটু স্মোকি চোখের সাজই মেকআপে পরিপূর্ণতা আনবে। চোখের কাজল রেখা ঘেঁষে ঘন করে আইলাইনার লাগান। নিচের পাতার ভেতরের অংশে ঘন কাজল দিয়ে নিচে মিন্ট গ্রিন শ্যাডো টানুন। পাপড়িতে ঘন করে মাশকারা দিন। এ ছাড়া সবুজ আইপেনসিল দিয়ে অনেকে চোখের নিচে রেখা টেনে নিন। এতে দেখতেও ভালো লাগে আর অনেক তরতাজা মনে হয়।’
সবুজ নিয়ে মজার তথ্য
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
৮ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১০ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১১ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১২ ঘণ্টা আগে