দোন্নারুম্মাকে জখম করেও লাল কার্ড দেখেননি তিনি
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।