সেই ১৮ ডিসেম্বর। কাতারের সেই লুসাইল আইকনিক স্টেডিয়াম। দুই বছর আগে এই মাঠেই কিলিয়ান এমবাপ্পে মাঠ ছেড়েছিলেন স্বপ্নভঙ্গের বেদনায়। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকেও ফ্রান্স জিততে পারেনি শিরোপা। গত রাতে সেই লুসাইলে আক্ষেপ ঘুচল এমবাপ্পের।
ইন্টারকন্টিনেন্টাল কাপে গত রাতে লুসাইলে রিয়াল মাদ্রিদ খেলেছে মেক্সিকোর পাচুকার বিপক্ষে। ৩-০ গোলের জয়ে হেসেখেলে শিরোপা জিতেছে রিয়াল। ম্যাচে একটি করে গোল করেন এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। ৩৭ মিনিটে এমবাপ্পেই প্রথম গোল এনে দেন রিয়ালকে। দুর্দান্ত এই জয়ের পর স্প্যানিশ গণমাধ্যম টেলেসিঙ্কোকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রদ্রিগো। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা আরও একটা শিরোপা জিতে খুশি।’
পাচুকার বিপক্ষে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। ৫৩ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল করেছেন রদ্রিগো। তাঁকে অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে যাচাই করে দেওয়া হয়েছে গোলটা। রদ্রিগো বলেন, ‘গোলটা নিয়ে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ, জুড গোলরক্ষকের সামনে ছিল। তবে খেলায় সে ব্যাঘাত ঘটায়নি। দলকে সাহায্য করতে পেরে খুশি।’
এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররাই গত রাতে রাজত্ব করেছেন লুসাইলে। দুজনেই দুটি করে গোলে অবদান রেখেছেন। যেখানে ম্যাচের প্রথম গোলে এমবাপ্পেকে অ্যাসিস্ট করেন ভিনি। ৮৪ মিনিটে ভিনি গোল করেছেন পেনাল্টি থেকে। জাতীয় দলের সতীর্থকে নিয়ে রদ্রিগো বলেন, ‘ভিনিসিয়ুস দুর্দান্ত। সে এখন দারুণ খেলছে। তাকে আমাদের সঙ্গে পেয়ে খুশি। আমাদের দলটা দারুণ ও আমরা উচ্ছ্বসিত।’
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—২০২৩-২৪ মৌসুমে তিনটি মেজর শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এরপর ক্লাবটি জিতেছে উয়েফা সুপার ক্লাব। লুসাইলে গত রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতায় স্প্যানিশ ক্লাবটির ২২ বছরের অপেক্ষা ফুরিয়েছে।
সেই ১৮ ডিসেম্বর। কাতারের সেই লুসাইল আইকনিক স্টেডিয়াম। দুই বছর আগে এই মাঠেই কিলিয়ান এমবাপ্পে মাঠ ছেড়েছিলেন স্বপ্নভঙ্গের বেদনায়। তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকেও ফ্রান্স জিততে পারেনি শিরোপা। গত রাতে সেই লুসাইলে আক্ষেপ ঘুচল এমবাপ্পের।
ইন্টারকন্টিনেন্টাল কাপে গত রাতে লুসাইলে রিয়াল মাদ্রিদ খেলেছে মেক্সিকোর পাচুকার বিপক্ষে। ৩-০ গোলের জয়ে হেসেখেলে শিরোপা জিতেছে রিয়াল। ম্যাচে একটি করে গোল করেন এমবাপ্পে, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। ৩৭ মিনিটে এমবাপ্পেই প্রথম গোল এনে দেন রিয়ালকে। দুর্দান্ত এই জয়ের পর স্প্যানিশ গণমাধ্যম টেলেসিঙ্কোকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রদ্রিগো। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা আরও একটা শিরোপা জিতে খুশি।’
পাচুকার বিপক্ষে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। ৫৩ মিনিটে ম্যাচে দ্বিতীয় গোল করেছেন রদ্রিগো। তাঁকে অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে যাচাই করে দেওয়া হয়েছে গোলটা। রদ্রিগো বলেন, ‘গোলটা নিয়ে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। কারণ, জুড গোলরক্ষকের সামনে ছিল। তবে খেলায় সে ব্যাঘাত ঘটায়নি। দলকে সাহায্য করতে পেরে খুশি।’
এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররাই গত রাতে রাজত্ব করেছেন লুসাইলে। দুজনেই দুটি করে গোলে অবদান রেখেছেন। যেখানে ম্যাচের প্রথম গোলে এমবাপ্পেকে অ্যাসিস্ট করেন ভিনি। ৮৪ মিনিটে ভিনি গোল করেছেন পেনাল্টি থেকে। জাতীয় দলের সতীর্থকে নিয়ে রদ্রিগো বলেন, ‘ভিনিসিয়ুস দুর্দান্ত। সে এখন দারুণ খেলছে। তাকে আমাদের সঙ্গে পেয়ে খুশি। আমাদের দলটা দারুণ ও আমরা উচ্ছ্বসিত।’
স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—২০২৩-২৪ মৌসুমে তিনটি মেজর শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। এরপর ক্লাবটি জিতেছে উয়েফা সুপার ক্লাব। লুসাইলে গত রাতে ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতায় স্প্যানিশ ক্লাবটির ২২ বছরের অপেক্ষা ফুরিয়েছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে