Ajker Patrika

বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই হামজার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৬
লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক
লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক

অবশেষে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন মিলল। যার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। আজ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ফিফার অনুমোদন পাওয়ার খবরটি বাফুফের পক্ষ থেকেও জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।

হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় এই ডিফেন্ডার বলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’

২৭ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায় হামজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত