দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে