দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৫ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৬ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৮ ঘণ্টা আগে