ক্রীড়া ডেস্ক
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।
২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।
২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।
২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।
২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সংঘাতের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই মাঝপথে স্থগিত করেছে আইপিএল ও পিএসএল। এর মধ্যে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেটিও আর হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে টুর্নামেন্ট।
১০ মিনিট আগেসিরিজ আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। কিউইদের সামনে চ্যালেঞ্জ ধবলধোলাই এড়ানোর। স্বাগতিকদের সামনে সুযোগ সফরকারীদের ধবলধোলাইয়ের তেতো স্বাদ দেওয়ার।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন জাওয়াদ আবরার। দুটি সেঞ্চুরিসহ সিরিজে সর্বোচ্চ ৩০২ রান করেছেন। হয়েছেন সিরিজসেরাও। মাত্রই শেষ হওয়া এই সিরিজে সাফল্যের গল্প, নিজেকে গড়ে তোলার পেছনে অধ্যবসায় আর সামনে এগিয়ে চলার প্রত্যয়ের কথা তুলে ধরেছেন আজকের পত্রিকার সঙ্গে একান্ত...
২ ঘণ্টা আগেগত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই দিন আগেই ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পথ ধরে এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে অবসরের পথে হাঁটছেন কোহলি।
২ ঘণ্টা আগে