দুর্দান্ত ফ্রি কিকে পিএসজি কোচের চাকরি বাঁচালেন মেসি
একের পর এক হার—পিএসজির প্রধান কোচের চাকরিটা হারাতে বসেছিলেন ক্রিস্তফ গালতিয়ের। কিন্তু কথায় আছে না, যেখানে লিওনেল মেসি, সেখানেই আশা। তাঁর এমন আশা দেখানোতেই তো কাতার থেকে বিশ্বকাপ জিতে ফিরেছিল আর্জেন্টিনা।