Ajker Patrika

প্রিয় জার্সিতেও পিএসজিকে উদ্ধার করতে পারলেন না মেসি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪০
প্রিয় জার্সিতেও পিএসজিকে উদ্ধার করতে পারলেন না মেসি

প্রিয় জার্সি ‘১০’ নম্বরে গত ১৮ ডিসেম্বর নিজের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। আর সাবেক ক্লাবে বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন তিনি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) প্রিয় নম্বরে বিপরীত চিত্রই দেখছেন তিনি।

পিএসজিতে সাধারণত ৩০ নম্বর জার্সিতে খেললেও গতকাল মার্শেইয়ের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে নেমেছিলেন মেসি। ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী দলগুলোকে ১ থেকে ১১ পর্যন্ত জার্সি ব্যবহার করতে হয়। সেই নিয়মে গতকাল নেইমার নিজে না পরে ১০ নম্বর জার্সি দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ককে। আর ব্রাজিলিয়ান তারকা পরেছিলেন বার্সায় খেলা ১১ নম্বর জার্সি। 

কিন্তু ফ্রেঞ্চ কাপে গতকাল প্রিয় জার্সি পরে খেলতে নেমে হতাশাই পেলেন মেসি। শেষ ষোলোর ম্যাচে মার্শেইয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিএসজি। গত বছরও একই জার্সি পরে টুর্নামেন্টটিতে খেলেছিলেন খুদে জাদুকর। ফল এবারের মতোই, বিদায় নিতে হয়েছিল সেবারও। গত মৌসুমে নিসের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। 

পিএসজির হয়ে প্রিয় জার্সিতে দুই ম্যাচে দুটিতে হারের স্বাদ পেলেন মেসি। এতে করে আলবিসেলেস্তাদের অধিনায়কের একটি অপূর্ণতা থেকেই গেল। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪টিতে খেলেছেন তিনি। অন্যগুলোয় শিরোপা জেতার স্বাদ পেলেও ফ্রেঞ্চ কাপ জেতার সুযোগ আবারও অধরাই থেকে গেল। 

মার্শেইয়ের মাঠে শুরু থেকেই চাপে ছিল পিএসজি, যার প্রমাণ পাওয়া যায় ৩১ মিনিটে। ডি-বক্সে সার্জিও রামোস প্রতিপক্ষের ফরোয়ার্ড চেনজিগ উনডেরকে ফাউল করলে পেনাল্টি পায় মার্শেই। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন রামোস। নেইমারের কর্নার থেকে দলকে সমতায় ফেরান স্পেনের সাবেক অধিনায়ক। 

বিরতির পর মার্শেইয়ের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও ম্যাচ জিততে পারেনি পিএসজি। ৫৭ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল হজম করে বসে লিগ ১-এর বর্তমান চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে থেকে মার্শেইকে আনন্দের মুহূর্ত এনে দেন মিডফিল্ডার রোসলান মিলানোভক্সি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও দলের হার এড়াতে পারেননি মেসি-নেইমার জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত