Ajker Patrika

মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন মেসির সতীর্থ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৩
মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন মেসির সতীর্থ 

ভক্তদের কাছে ক্ষমা চাইতে হলে অধিকাংশ সময় খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। কিন্তু এবার প্রেসনেল কিমপেম্বের ক্ষমা চাওয়ার ধরনটা ছিল একটু অদ্ভুত। মাইকে ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন প্রেসনেল কিমপেম্বে। 

গতকাল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার ছাড়াই লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর বিপক্ষে খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

কিমপেম্বে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ৮০ মিনিটে। এই ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ৩৯ মিনিটে পিএসজির একমাত্র গোল করেন মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। ম্যাচ শেষে পিএসজির ভক্তদের উদ্দেশে মাইকে কিমপেম্বে বলেন, ‘আপনাদের আমাদের দরকার।’ 

এ বছর লিগ ওয়ানে পিএসজির পারফরম্যান্স অম্ল-মধুর। ৭ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৩ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। তবু টুর্নামেন্টে শীর্ষে আছে পিএসজি। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ পরাজয় এবং ৩ ড্রতে ৫৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে প্যারিসিয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত