প্রিয় ক্লাব ছেড়ে চলে গেলেও লিওনেল মেসির হৃদয়ে গেঁথে আছে বার্সেলোনা। থাকবে না কেন কাতালান ক্লাবের কাছে যে অনেক ঋণ রয়েছে তাঁর। ফুটবলে কিংবদন্তি হওয়ার পেছনে স্প্যানিশ ক্লাবের রয়েছে অনেক অবদান। অবশ্য তার প্রতিদানও দিয়েছেন তিনি।
শৈশব থেকে বার্সেলোনায় বেড়ে ওঠায় ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করেন মেসি। এখন অবশ্য বাড়ি থেকে বহুদূরে আছে আর্জেন্টাইন জাদুকর। ঘরে ফিরতে বেশ কয়েকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
তবে কবে ফিরবেন তা নির্দিষ্ট করে কখনো বলেননি মেসি। আজ ফেরার বিষয়টি পরিষ্কার করেছেন এলএম টেন। বুটজোড়া তুলে রাখার পরেই ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে একটি বিষয় পরিষ্কার ফুটবলার হিসেবে আর প্রিয় ক্লাবে ফেরা হচ্ছে না তাঁর।
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। সেই ম্যাচের সবকিছুই রেখে দিয়েছেন বলে জানিয়েছেন বার্সার কিংবদন্তি। তিনি বলেছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার জিনিস ও স্মৃতি রয়েছে।’
অশ্রুসিক্ত নয়নে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি করেন মেসি। ২ বছরের সেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে। তবে নতুন করে চুক্তির কথা চলছে দুই পক্ষের মধ্যে। অতি শিগগিরই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।
প্রিয় ক্লাব ছেড়ে চলে গেলেও লিওনেল মেসির হৃদয়ে গেঁথে আছে বার্সেলোনা। থাকবে না কেন কাতালান ক্লাবের কাছে যে অনেক ঋণ রয়েছে তাঁর। ফুটবলে কিংবদন্তি হওয়ার পেছনে স্প্যানিশ ক্লাবের রয়েছে অনেক অবদান। অবশ্য তার প্রতিদানও দিয়েছেন তিনি।
শৈশব থেকে বার্সেলোনায় বেড়ে ওঠায় ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করেন মেসি। এখন অবশ্য বাড়ি থেকে বহুদূরে আছে আর্জেন্টাইন জাদুকর। ঘরে ফিরতে বেশ কয়েকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
তবে কবে ফিরবেন তা নির্দিষ্ট করে কখনো বলেননি মেসি। আজ ফেরার বিষয়টি পরিষ্কার করেছেন এলএম টেন। বুটজোড়া তুলে রাখার পরেই ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে একটি বিষয় পরিষ্কার ফুটবলার হিসেবে আর প্রিয় ক্লাবে ফেরা হচ্ছে না তাঁর।
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। সেই ম্যাচের সবকিছুই রেখে দিয়েছেন বলে জানিয়েছেন বার্সার কিংবদন্তি। তিনি বলেছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার জিনিস ও স্মৃতি রয়েছে।’
অশ্রুসিক্ত নয়নে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি করেন মেসি। ২ বছরের সেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে। তবে নতুন করে চুক্তির কথা চলছে দুই পক্ষের মধ্যে। অতি শিগগিরই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
২ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে