Ajker Patrika

অনিশ্চিতের পথে মেসি-পিএসজির নতুন চুক্তি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৪৫
অনিশ্চিতের পথে মেসি-পিএসজির নতুন চুক্তি

কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।

তবে সময় যত অতিবাহিত হচ্ছে, মেসি-পিএসজির চুক্তির গুঞ্জন নাকি তত বাতাসে মিইয়ে যাচ্ছে—এমনটিই দাবি করেছে ফ্রান্সের গণমাধ্যমে লেকিপ। গতকাল গণমাধ্যমটি জানিয়েছে, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিতের পথে যাচ্ছে। 

ফরাসি গণমাধ্যমকে উদ্ধৃত করে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির বিষয়ে প্যারিসে পিএসজির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। কিন্তু বৈঠকে লিগের শীর্ষ দলের কর্মকর্তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছায়নি সিনিয়র মেসি। বেশ কয়েকটি বিষয়ে একমত নয় দুই পক্ষই। 

গত জানুয়ারিতে মেসি চুক্তিপত্রে সই করবেন বলে আশাবাদী ছিল পিএসজি। এ মাসে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) সমস্যার কারণে তৃতীয়ে মৌসুমের চুক্তি নিয়ে দুই পক্ষ আবার বসেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হননি বার্সেলোনার সাবেক তারকা মেসি।

এক মাস আগে ঠিক করা বৈঠকে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে দেখা করেছিলেন হোর্হে মেসি। তবে এখন পর্যন্ত আলোচনায় সমঝোতায় না পৌঁছালেও পিএসজি হাল ছেড়ে দিচ্ছে না। নতুন করে আবার বসবে বলে জানা গেছে। 

শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের চুক্তি না হলে আবারো বার্সায় ফেরা কিংবা মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির। কেননা, বহুদিন ধরেই এদের সঙ্গেও গুঞ্জন চলছে তাঁর। এ ছাড়া এল এম টেনকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা অসংখ্যবার প্রকাশ্যে জানিয়েছেন মিয়ামির মালিক ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম ও বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত