দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।
দলে তারকার অভাব নেই। সেই তারকাদের দু-একজন অনুপস্থিত থাকলে কী ঘটতে পারে, সেটি হাড়ে হাড়ে টের পেল পিএসজি। গত রাতে চোটের কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছিলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে আশা বলতে ছিলেন শুধু নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার কিছুই করতে পারেননি। মোনাকোর বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা।
মার্শেইয়ের বিপক্ষে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পর এবার লিগে মোনাকোর বিপক্ষে বিপক্ষে হার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে টানা দুই হারে যেন সর্ষে ফুল দেখছেন পার্ক দে প্রিন্সেসের কোচ ক্রিস্তোফ গালতিয়ের। দলের এমন অবস্থা দেখে খুশি নন পিএসজি-সমর্থকেরাও।
এমনকি মোনাকোর বিপক্ষে পরাজয়ে হতাশ পিএসজি খেলোয়াড়েরাও। নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানিয়েছে ফরাসি পত্রিকা লেকিপ। তাদের দাবি, হারের পর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে খেলোয়াড়দের তর্ক-বিতর্কও হয়েছে।
ক্যাম্পোসের অভিযোগ, ম্যাচে কিছু খেলোয়াড়ের মধ্যে আক্রমণাত্মক মানসিকতার অভাব রয়েছে। তবে তাঁকে পিএসজির দুই ব্রাজিলিয়ান মার্কিনওস ও নেইমার জানিয়েছেন, ব্যাপারটি ঠিক নয়। লেকিপ জানায়, ক্যাম্পোসের মাতৃভাষা পর্তুগিজে নেইমার ও মার্কিনওসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ানদের ভাষাও পর্তুগিজ। তাঁদের এমন উত্তপ্ত কথাবার্তা শুনে ক্লাবের কিছু সদস্য আশ্চর্য হয়েছেন।
চোটের কারণে গত দুই ম্যাচে এমবাপ্পেকে পায়নি পিএসজি। তবে মোনাকোর বিপক্ষে পরাজয় দেখে সতীর্থদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি ফরোয়ার্ড লেখেন, ‘চলো, শক্ত ও একত্র হই’।
মোনাকোর মাঠে হারের পর হাতমাইকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনাল কিমপেম্বে। হারলেও ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তিনে মোনাকো।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২৮ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
৩ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে