পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে ১১ জন গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁদের বিরুদ্ধে চুরি, অস্ত্র, চেক জালিয়াতি ও মারামারির মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।