Ajker Patrika

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩: ০৫
পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সব ঘরের নির্মাণকাজ শুরু হয়।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু প্রধান উপজেলার জাঙালিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান এর বাড়িতে নির্মাণকাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম ও জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. রকিব আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০২১-২২ অর্থ বছরে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় পাকুন্দিয়া উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে পাকাঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এসব ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রতিটি পাকাঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। ১২টি ঘর নির্মাণে মোট ব্যয় হবে এক কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন এসব ঘরের কাজ যাতে সুষ্ঠু ও মানসম্পন্ন হয় সে দিকটি খেয়াল রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত