Ajker Patrika

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ৫৪
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক কারাগারে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে গত রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জুয়েল মিয়া (৩৫) উপজেলার চরটেকী গ্রামের বাসিন্দা। এর আগে গত শুক্রবার রাতে ওই যুবককে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল পাঁচ বছরের এক শিশু। এ সময় শিশুটিকে ভুলিয়ে নিজ ঘরে নিয়ে যায় জুয়েল। পরে ধর্ষণেরচেষ্টা চালালে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় জুয়েল। এ ঘটনায় ওই দিন রাতেই জুয়েল মিয়াকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযান চালিয়ে পরদিন শনিবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কোর্ট বিল্ডিংয়ের সামনে থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ হেফাজতে ভিকটিমের জবানবন্দি ও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্তকে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত