পাকুন্দিয়া ও কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার পাকুন্দিয়া ও কুলিয়ারচরে এই দুটি দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় সুফিয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সুরাইয়া বেগম (৫০) নামের এক যাত্রী গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের কুয়েতি মসজিদের প্রথম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া খাতুন উপজেলার কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফের স্ত্রী। আহত সুরাইয়া বেগম ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুফিয়া খাতুন সকালে ঘনকুয়াশার মধ্য দিয়ে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় নান্দাইলগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন সুফিয়া খাতুন এবং সুরাইয়া বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় উপস্থিত লোকজন প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে কুলিয়ারচরে জিল্লুর রহমান সংযোগ সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন।
তিনি ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়ার ভাতিজা। জিল্লুর রহমান সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাঁর সঙ্গে আরও দুজন মোটরসাইকেল আরোহী আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার পাকুন্দিয়া ও কুলিয়ারচরে এই দুটি দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় সুফিয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গাড়িতে থাকা সুরাইয়া বেগম (৫০) নামের এক যাত্রী গুরুতর আহত হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক সড়কের কুয়েতি মসজিদের প্রথম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া খাতুন উপজেলার কোদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফের স্ত্রী। আহত সুরাইয়া বেগম ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুফিয়া খাতুন সকালে ঘনকুয়াশার মধ্য দিয়ে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় নান্দাইলগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন সুফিয়া খাতুন এবং সুরাইয়া বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় উপস্থিত লোকজন প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে কুলিয়ারচরে জিল্লুর রহমান সংযোগ সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন।
তিনি ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়ার ভাতিজা। জিল্লুর রহমান সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাঁর সঙ্গে আরও দুজন মোটরসাইকেল আরোহী আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪