Ajker Patrika

যুবদল নেতা লাল মিয়া স্মরণে সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ১৩
যুবদল নেতা  লাল মিয়া   স্মরণে সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রয়াত যুবদল নেতা রাহাত হোসেন লাল মিয়ার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বুরুদিয়া এম. ডি. পি. উচ্চবিদ্যালয় মাঠে এই সভার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন।

সভায় লাল মিয়ার স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক এসএএম মিনহাজ উদ্দিন, সদস্যসচিব শরীফুল ইসলাম সুজন, যুগ্ম আহ্বায়ক আবদুল কদ্দুছ ও উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব রাকিবুল আলম ছোটন প্রমুখ।

এ ছাড়াও এতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। আলোচনাসভা শেষে লাল মিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

গত ১৩ নভেম্বর বিকেলে কটিয়াদীতে এক সড়ক দুর্ঘটনায় মারা যান রাহাত হোসেন লাল মিয়া। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত