Ajker Patrika

শীত উপেক্ষা করে বাউল গান শুনতে মানুষের ভিড়

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ২৩
শীত উপেক্ষা করে বাউল গান শুনতে মানুষের ভিড়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় বাউল গানের আয়োজন করেছে স্থানীয় যুবসমাজ। গত মঙ্গলবার রাতে হোসেন্দী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে বসে এই বাউল গানের আসর। রাত ৮টায় শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

গানের আসরে সভাপতিত্ব করেন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুণ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত হোসেন্দী উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু, সাবেক চেয়ারম্যান মো. আবদুল হাই ও হোসেন্দী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি নাজমুল কবির আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন সবুজ।

পরে সাবেক ছাত্রলীগ নেতা মাঈনুল হোসেন সাবেরের পরিচালনায় বাউল গান অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বাউল শিল্পী গোলাম মওলা ও কিশোরগঞ্জের আবদুছ ছাত্তারসহ দেশের বিভিন্ন এলাকা  থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত