Ajker Patrika

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে ১১ জন গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ০২
পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে ১১ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁদের বিরুদ্ধে চুরি, অস্ত্র, চেক জালিয়াতি ও মারামারির মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চণ্ডীপাশা গ্রামের মাসুম বিল্লাহ, মিরদী গ্রামের হান্নান মিয়া, চরআলগী গ্রামের সোহেল মিয়া। তাঁদের গত রোববার রাতে আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এর আগের দিন শনিবার রাতেচরটেকী গ্রামের জুয়েল, চরআলগী গ্রামের হৃদয়, ইপেল, রাজিব, মোতালিব, রাসেল ও হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, তাঁদের সবাই পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। পুলিশ হেফাজতে তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত