Ajker Patrika

পাকুন্দিয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৭: ০৮
পাকুন্দিয়ায় কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম

মৌসুমের শুরুতে শীতকালীন সবজির দাম চড়া থাকলেও এখন কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে সবজির বাজারদর। এত দিন অন্য এলাকা থেকে সরবরাহ করায় সবজি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাজার দখল করে রেখেছিল। কিন্তু এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমছে বলে জানিয়েছেন পাইকার ও বিক্রেতারা। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষকদের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। এখন বাইরে থেকে আর সবজি আনছেন না বিক্রেতারা। এ জন্য বাড়তি পরিবহন ভাড়া ব্যয় হচ্ছে না। তাই সবজির দাম কমেছে। এতে স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের লোকজন। 

নাজমুল নামে এক ক্রেতা বলেন, সপ্তাহখানেক আগেও শীতকালীন সবজির দাম ছিল আকাশছোঁয়া। যা অনেক নিম্ন-মধ্যবিত্ত লোকজনের ক্রয়সীমার বাইরে ছিল। এখন দাম কমায় স্বস্তি মিলছে। যে কেউ কম দামে এসব সবজি কিনে খাওয়ার সুযোগ পাচ্ছে। 

পৌর সদর বাজারের খুচরা সবজি বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে অন্য এলাকা থেকে শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, আলু বেগুন, চিচিঙ্গা, পেঁয়াজপাতা ও পেঁয়াজের ফুল ইত্যাদি আনা হতো। পরিবহন খরচ বেশি হওয়া ও আগাম সবজি বেশি দামে কিনে আনার জন্য চড়া দামে বিক্রি করা হতো। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত এসব শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। এ জন্য সবজির দাম এখন কমতে শুরু করেছে। সপ্তাহখানেক আগেও প্রতিটি ফুলকপি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫০ থেকে ৬০ টাকায়, নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজপাতা কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা ছিল। কিন্তু এখন তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুল ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। 

পৌর বাজারের আবদুল কদ্দুছ নামে এক সবজি ব্যবসায়ী বলেন, শীত মৌসুমের শুরুতে যেকোনো সবজির দাম বেশি থাকে। কেননা, এসব সবজি আগাম চাষাবাদ হয়ে থাকে। অন্য এলাকা থেকে সরবরাহ করতে হয়। আগাম সবজির বাজারে বেশ চাহিদা থাকে। দাম বেশি থাকলেও লোকজন তা কেনেন। এখন এলাকার সবজি বাজারে আসতে শুরু করছে। তাই দামও কমতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত