পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মৌসুমের শুরুতে শীতকালীন সবজির দাম চড়া থাকলেও এখন কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে সবজির বাজারদর। এত দিন অন্য এলাকা থেকে সরবরাহ করায় সবজি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাজার দখল করে রেখেছিল। কিন্তু এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমছে বলে জানিয়েছেন পাইকার ও বিক্রেতারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষকদের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। এখন বাইরে থেকে আর সবজি আনছেন না বিক্রেতারা। এ জন্য বাড়তি পরিবহন ভাড়া ব্যয় হচ্ছে না। তাই সবজির দাম কমেছে। এতে স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের লোকজন।
নাজমুল নামে এক ক্রেতা বলেন, সপ্তাহখানেক আগেও শীতকালীন সবজির দাম ছিল আকাশছোঁয়া। যা অনেক নিম্ন-মধ্যবিত্ত লোকজনের ক্রয়সীমার বাইরে ছিল। এখন দাম কমায় স্বস্তি মিলছে। যে কেউ কম দামে এসব সবজি কিনে খাওয়ার সুযোগ পাচ্ছে।
পৌর সদর বাজারের খুচরা সবজি বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে অন্য এলাকা থেকে শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, আলু বেগুন, চিচিঙ্গা, পেঁয়াজপাতা ও পেঁয়াজের ফুল ইত্যাদি আনা হতো। পরিবহন খরচ বেশি হওয়া ও আগাম সবজি বেশি দামে কিনে আনার জন্য চড়া দামে বিক্রি করা হতো। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত এসব শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। এ জন্য সবজির দাম এখন কমতে শুরু করেছে। সপ্তাহখানেক আগেও প্রতিটি ফুলকপি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫০ থেকে ৬০ টাকায়, নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজপাতা কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা ছিল। কিন্তু এখন তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুল ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
পৌর বাজারের আবদুল কদ্দুছ নামে এক সবজি ব্যবসায়ী বলেন, শীত মৌসুমের শুরুতে যেকোনো সবজির দাম বেশি থাকে। কেননা, এসব সবজি আগাম চাষাবাদ হয়ে থাকে। অন্য এলাকা থেকে সরবরাহ করতে হয়। আগাম সবজির বাজারে বেশ চাহিদা থাকে। দাম বেশি থাকলেও লোকজন তা কেনেন। এখন এলাকার সবজি বাজারে আসতে শুরু করছে। তাই দামও কমতে শুরু করেছে।
মৌসুমের শুরুতে শীতকালীন সবজির দাম চড়া থাকলেও এখন কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে সবজির বাজারদর। এত দিন অন্য এলাকা থেকে সরবরাহ করায় সবজি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাজার দখল করে রেখেছিল। কিন্তু এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমছে বলে জানিয়েছেন পাইকার ও বিক্রেতারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষকদের উৎপাদিত শীতকালীন সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। এখন বাইরে থেকে আর সবজি আনছেন না বিক্রেতারা। এ জন্য বাড়তি পরিবহন ভাড়া ব্যয় হচ্ছে না। তাই সবজির দাম কমেছে। এতে স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের লোকজন।
নাজমুল নামে এক ক্রেতা বলেন, সপ্তাহখানেক আগেও শীতকালীন সবজির দাম ছিল আকাশছোঁয়া। যা অনেক নিম্ন-মধ্যবিত্ত লোকজনের ক্রয়সীমার বাইরে ছিল। এখন দাম কমায় স্বস্তি মিলছে। যে কেউ কম দামে এসব সবজি কিনে খাওয়ার সুযোগ পাচ্ছে।
পৌর সদর বাজারের খুচরা সবজি বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে অন্য এলাকা থেকে শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, আলু বেগুন, চিচিঙ্গা, পেঁয়াজপাতা ও পেঁয়াজের ফুল ইত্যাদি আনা হতো। পরিবহন খরচ বেশি হওয়া ও আগাম সবজি বেশি দামে কিনে আনার জন্য চড়া দামে বিক্রি করা হতো। এখন স্থানীয় কৃষকদের উৎপাদিত এসব শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। এ জন্য সবজির দাম এখন কমতে শুরু করেছে। সপ্তাহখানেক আগেও প্রতিটি ফুলকপি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। শিম ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫০ থেকে ৬০ টাকায়, নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও এখন ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজপাতা কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা ছিল। কিন্তু এখন তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুল ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
পৌর বাজারের আবদুল কদ্দুছ নামে এক সবজি ব্যবসায়ী বলেন, শীত মৌসুমের শুরুতে যেকোনো সবজির দাম বেশি থাকে। কেননা, এসব সবজি আগাম চাষাবাদ হয়ে থাকে। অন্য এলাকা থেকে সরবরাহ করতে হয়। আগাম সবজির বাজারে বেশ চাহিদা থাকে। দাম বেশি থাকলেও লোকজন তা কেনেন। এখন এলাকার সবজি বাজারে আসতে শুরু করছে। তাই দামও কমতে শুরু করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
১২ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
৪৩ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে