পাকিস্তানের বিরুদ্ধে জয় ও একজন সাকিব
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেটের বিজয় নিঃসন্দেহে একটি বড় বিজয় এবং যথেষ্ট আনন্দের। শুধু পাকিস্তান কেন, যেকোনো দেশের সঙ্গে খেলে জয় অর্জন করলে তা হয় গৌরবের। এই গৌরব ব্যক্তির চেয়েও বেশি হয় দেশের। এটা দেশের অর্জনের খাতে জমা পড়ে, গচ্ছিত থাকে। সারা বিশ্ব তা নিমেষে জেনে যায়। দেশের পাশাপাশি তারা জান