Ajker Patrika

মুশফিকের কী হলো, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮: ০৫
মুশফিকের কী হলো, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংসে বাংলাদেশ পায় ঐতিহাসিক এক জয়। একই মাঠে যখন বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট খেলছে, সেখানে মুশফিককে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার কাঁধের চোট পেয়ে মাঠ ছেড়েছেন। 

বৃষ্টির বাগড়ায় গতকাল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা পুরোপুরি ভেসে যায়। সেখানে আজ টেস্টের দ্বিতীয় দিনে খেলা চলছে রাওয়ালপিন্ডির রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। মুশফিকের চোটের ঘটনা মূলত পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারের ঘটনা।  ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদকে অফড্রাইভ করেন মোহাম্মদ রিজওয়ান। মিডঅফে ডাইভ দিয়েও চার বাঁচাতে পারেননি মুশফিক। তখনই মাঠে এসে বাংলাদেশের ৩৭ বছর বয়সী ক্রিকেটারের চিকিৎসা করতে মাঠে চলে আসেন ফিজিওথেরাপিস্ট। কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে মুশফিককে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও চিন্তিত মনে হয়েছে। 

রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের একেবারে শুরুর দিকে পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারে আব্দুল্লাহ শফিককে হারালেও ১ উইকেটে প্রথম সেশন কাটিয়ে দেয় পাকিস্তান। তবে মধ্যাহ্নভোজের পর বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। ৫ উইকেটে ১৮৩ রানে চা পানের বিরতিতে গেল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৩৭ বলে ১৮ রানে অপরাজিত। সাত নম্বরে ব্যাটিংয়ে নামা সালমান আলী আগা এখনো রানের খাতা খুলতে পারেননি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। ১৪ মাস পর টেস্ট খেলতে এসে তাসকিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে দেন শূন্য রানেই। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে এক রকম ‘মাইন্ডগেম’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি শফিক।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিনি এসে হাল ধরেন আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে। আইয়ুব প্রথাগত টেস্ট মেজাজে খেললেও মাসুদ খেলেছেন আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে। ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় পাকিস্তান। 

দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। ২৮তম ওভারের দ্বিতীয় বলে মাসুদকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। দেরিতে হলেও আম্পায়ার আঙুল তুলেছেন। মাসুদ এরপর রিভিউ করলেও সেটা নষ্ট হয়েছে। ৬৯ বলে ২ চারে ৫৭ রান করেছেন পাকিস্তান অধিনায়ক। তাতে ভেঙে যায় মাসুদ-আইয়ুবের ১০৭ রানের জুটি।   

মাসুদের উইকেট হারানোর পর ধৈর্যহারা হয়ে যান আইয়ুব। ২৮তম ওভারের দ্বিতীয় বলে আইয়ুব তেড়েফুড়ে মারতে যান মিরাজকে। উইকেটরক্ষক লিটন দাস দ্রুত স্টাম্পিং করে ফেলেন। ১১০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন আইয়ুব। টেস্টে এটা তাঁর দ্বিতীয় ফিফটি। দ্রুত মাসুদ-আইয়ুবকে হারলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৩৩.৩ ওভারে ৩ উইকেটে ১২২ রান। 

পাকিস্তানকে জোড়া ধাক্কা দেওয়া মিরাজ ফিল্ডিংয়ে একটি ভুল করে বসেন। ৩৫তম ওভারের চতুর্থ বল নাহিদ রানা ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে যান সৌদ শাকিল। সেকেন্ড স্লিপে বল তালুবন্দী করতে পারেননি মিরাজ। ১ রানে জীবন পাওয়া শাকিল ভয়ংকর হওয়ার আভাস দেন। ৪৩তম ওভারের প্রথম দুই বলে পাকিস্তানের সহ অধিনায়ক টানা দুটি চার মারেন তাসকিনকে। সেই ওভারের শেষ বলে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন শাকিল। ২৮ বলে ২ চারে করেন ১৬ রান। 

৪ উইকেটে ১৫১ রানে পরিণত হওয়া পাকিস্তানের ইনিংসে ঘটে একটি মজার ঘটনা। ৪৮তম ওভারের পঞ্চম বলটা সাকিব আল হাসান প্রায় করেই ফেলেন। বাবর নেন সুইপ করার প্রস্তুতি নেন। শেষ মুহূর্তে তখন কী মনে করে যেন থামলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। পিচে ব্যাট ছুঁয়ে বাবর হঠাৎই শুয়ে পড়লেন। 

পিচে শুয়ে পড়ার কিছুক্ষণ পর সাকিবের বলেই আউট হয়েছেন বাবর। ৫৪তম ওভারের দ্বিতীয় বলটা সাকিব অনেক নিচু করে ছাড়েন। ক্রস ব্যাটে ব্যাকফুটে বাবর খেলতে গেলে প্যাডে লেগে যায়। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। নন–স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত উঠে গেছে। ৭৭ বলে ২ চারে ৩৭ রান করে আউট হয়েছেন বাবর।  একই ওভারেই সাকিব পেতে পারতেন আরও একটি উইকেট। পঞ্চম বল সালমান ফ্রন্ট ফুটে খেলতে যান। আউটসাইড এজ হওয়া বল ফরোয়ার্ড শর্ট লেগে ডাইভ দিয়েও ধরতে পারেননি জাকির হাসান।  

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত