রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো কাটেনি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর ইমরান খান, শহীদ আফ্রিদিসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সমালোচনা শুরু করেন। ইউনিস খানের মতে পাকিস্তান বেশি চাপ নিয়ে খেলছে।
দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ১ উইকেটে থেকে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। যতই ৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরুক, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে দিনটা কোনোরকমে কাটাতে পারলেই ম্যাচটা ড্র হতো। কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে ইউনিস গতকাল বলেন, ‘ঘরের মাঠে খেলার একটা চাপ থাকে। যদি খেলোয়াড়েরা সেই চাপ সামলাতেই না পারে, তাহলে কী লাভ? খেলোয়াড়দের মনোবল বাড়ানো খুবই প্রয়োজন। পিচ দ্রুতগতির নাকি ধীরগতির ছিল, সেটা সবাই দেখেছে।’
২০২২ এর জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ৯ টেস্ট। তবে কোনো টেস্ট জিততে পারেনি। ৫ টেস্ট হেরেছে এবং ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। ইউনিস তখন পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যেখানে ২০০৯ এর পর দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত। পাকিস্তান তখন বেশিরভাগ হোম সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। অনেক স্মরণীয় জয়ও এসেছিল পাকিস্তানের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যখন দেশে হচ্ছিল না, তখন আমরা ম্যাচ জিতেছি।’
আইসিসির চেয়ারম্যান হিসেবে পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইউনিসের আশা এবার পাকিস্তানে আসবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। জয় শাহকে অভিনন্দন জানিয়ে ইউনিস বলেন,‘জয় শাহর আইসিসি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্রিকেটের উন্নতি হবে তাতে । খেলোয়াড়সুলভ মানসিকতা দেখাতে হবে। আইসিসি প্রধান হিসেবে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাকিস্তানে আসতে হবে ভারতীয় ক্রিকেট দলের। একইভাবে ভারত সফর করবে পাকিস্তান।’
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’
বাংলাদেশের জয়ের পর গুরুতর প্রশ্ন তুললেন আফ্রিদি
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ এখনো কাটেনি। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের হারের পর ইমরান খান, শহীদ আফ্রিদিসহ অনেক কিংবদন্তি ক্রিকেটার সমালোচনা শুরু করেন। ইউনিস খানের মতে পাকিস্তান বেশি চাপ নিয়ে খেলছে।
দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ১ উইকেটে থেকে রোববার প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। যতই ৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরুক, রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে দিনটা কোনোরকমে কাটাতে পারলেই ম্যাচটা ড্র হতো। কিন্তু বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১০ উইকেটের জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে ইউনিস গতকাল বলেন, ‘ঘরের মাঠে খেলার একটা চাপ থাকে। যদি খেলোয়াড়েরা সেই চাপ সামলাতেই না পারে, তাহলে কী লাভ? খেলোয়াড়দের মনোবল বাড়ানো খুবই প্রয়োজন। পিচ দ্রুতগতির নাকি ধীরগতির ছিল, সেটা সবাই দেখেছে।’
২০২২ এর জানুয়ারি থেকে ঘরের মাঠে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ৯ টেস্ট। তবে কোনো টেস্ট জিততে পারেনি। ৫ টেস্ট হেরেছে এবং ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। ইউনিস তখন পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলেন। যেখানে ২০০৯ এর পর দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত। পাকিস্তান তখন বেশিরভাগ হোম সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। অনেক স্মরণীয় জয়ও এসেছিল পাকিস্তানের। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যখন দেশে হচ্ছিল না, তখন আমরা ম্যাচ জিতেছি।’
আইসিসির চেয়ারম্যান হিসেবে পরশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইউনিসের আশা এবার পাকিস্তানে আসবে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। জয় শাহকে অভিনন্দন জানিয়ে ইউনিস বলেন,‘জয় শাহর আইসিসি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্রিকেটের উন্নতি হবে তাতে । খেলোয়াড়সুলভ মানসিকতা দেখাতে হবে। আইসিসি প্রধান হিসেবে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন পাকিস্তানে আসতে হবে ভারতীয় ক্রিকেট দলের। একইভাবে ভারত সফর করবে পাকিস্তান।’
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের কেন ‘মাথা খারাপ’
বাংলাদেশের জয়ের পর গুরুতর প্রশ্ন তুললেন আফ্রিদি
দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে অর্পিতা বিশ্বাসের দল। একমাত্র গোলটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি।
২ ঘণ্টা আগেহাভিয়ের কাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারের পেছনে সেটা অন্যতম কারণ হিসেবে মনে করেন অনেকেই। খোদ বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেন। তা স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ।
২ ঘণ্টা আগে