রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। নিখুঁত লাইন-লেংথে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে অবদান রেখেছেন তিনি। অথচ একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছে এই বাঁহাতি পেসারকে ছাড়াই।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুলের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টেস্টে শরীফুলকে না নেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শরীফুলের কুঁচকির চোট রয়েছে। এ কারণে তাঁকে দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করা সম্ভব হয়নি। প্রথম টেস্টের পরই শরীফুল চোট অনুভব করেন বলে বিসিবির টিম ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন। বায়জেদুল বলেন,‘প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলে দেখা গেছে বাঁ দিকের অ্যাডাকটরে গ্রেড-১ এর চোট হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগে। এরই মধ্যে সে তাঁর পুনর্বাসন শুরু করেছে।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন।
০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১৭ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে। মাসুদ ৪০ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। আইয়ুব ২৯ রানে অপরাজিত। এই টেস্ট ড্র করলে বা জিতলে বাংলাদেশ পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে। সেটা দুই বা ততোধিক ম্যাচের সিরিজ হিসেব করেই।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। নিখুঁত লাইন-লেংথে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে অবদান রেখেছেন তিনি। অথচ একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছে এই বাঁহাতি পেসারকে ছাড়াই।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুলের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টেস্টে শরীফুলকে না নেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শরীফুলের কুঁচকির চোট রয়েছে। এ কারণে তাঁকে দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করা সম্ভব হয়নি। প্রথম টেস্টের পরই শরীফুল চোট অনুভব করেন বলে বিসিবির টিম ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন। বায়জেদুল বলেন,‘প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলে দেখা গেছে বাঁ দিকের অ্যাডাকটরে গ্রেড-১ এর চোট হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগে। এরই মধ্যে সে তাঁর পুনর্বাসন শুরু করেছে।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন।
০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১৭ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে। মাসুদ ৪০ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। আইয়ুব ২৯ রানে অপরাজিত। এই টেস্ট ড্র করলে বা জিতলে বাংলাদেশ পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে। সেটা দুই বা ততোধিক ম্যাচের সিরিজ হিসেব করেই।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে