Ajker Patrika

পাকিস্তান টেস্টে শরীফুল কেন নেই, জানাল বিসিবি

পাকিস্তান টেস্টে শরীফুল কেন নেই, জানাল বিসিবি

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। নিখুঁত লাইন-লেংথে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ে অবদান রেখেছেন তিনি। অথচ একই মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ খেলতে নেমেছে এই বাঁহাতি পেসারকে ছাড়াই। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে এক পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শরীফুলের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টেস্টে শরীফুলকে না নেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শরীফুলের কুঁচকির চোট রয়েছে। এ কারণে তাঁকে দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করা সম্ভব হয়নি। প্রথম টেস্টের পরই শরীফুল চোট অনুভব করেন বলে বিসিবির টিম ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন। বায়জেদুল বলেন,‘প্রথম টেস্টের পর শরীফুলের এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলে দেখা গেছে বাঁ দিকের অ্যাডাকটরে গ্রেড-১ এর চোট হয়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগে। এরই মধ্যে সে তাঁর পুনর্বাসন শুরু করেছে।’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টেও বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে গতকাল তাই প্রথম দিনের খেলা বাধ্য হয়ে বাতিল করা হয়েছে। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে খেলা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টেস্টে ফিরেই ইনিংসের প্রথম ওভারে উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই পেসার আব্দুল্লাহ শফিকের সঙ্গে ‘মনস্তাত্ত্বিক খেলা’ খেলতে থাকেন। ইনিংসের ষষ্ঠ বলে আব্দুল্লাহ শফিককে অসাধারণ এক ইনসুইঙ্গারে বোল্ড করেন তাসকিন। 

০ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ১৭ ওভারে ১ উইকেটে ৭১ রান করেছে। মাসুদ ৪০ বলে ৩৯ রানে ব্যাটিং করছেন। আইয়ুব ২৯ রানে অপরাজিত। এই টেস্ট ড্র করলে বা জিতলে বাংলাদেশ পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে। সেটা দুই বা ততোধিক ম্যাচের সিরিজ হিসেব করেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত