নাহিদ রানা হতে চান নাহিদ রানার মতোই
গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার—ব্যাটারদের ভড়কে দিতে এর চেয়ে মোক্ষম অস্ত্র আর কী হতে পার! মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নাহিদ রানাও এভাবে উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। স্বাভাবিকভাবে তাই ব্রেট লি, ডেল স্টেইন, শোয়েব আকতারদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা চলে আসে নাহিদের।