নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।
ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।
এমন অসহায়ত্ব মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামও, ‘এটি একটি বড় ধাক্কা এবং আমাদের ক্রিকেট একটা পথ হারানোর মধ্যে রয়েছে। তারা যেভাবে ভালো অবস্থান থেকে হেরেছে তাতে একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক এবং একজন খেলাপ্রেমী হিসেবে বিব্রতবোধ করছি। স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারছি না (কীভাবে সম্ভব)।’
আকরাম বললেন, ‘আমরা নিজেদের মাঠে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছি এবং এটি আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে।’ আরেক সাবেক ও আঞ্চলিক ক্রিকেট কোচ বাসিত আলী বাংলাদেশের কাছে পাকিস্তানের হার ‘ভূমিকম্পের’ ধাক্কার সঙ্গে তুলনা করলেন, ‘মানুষ ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছে (পাকিস্তানের)। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কোথায় আছি তার আয়না দেখিয়েছে বাংলাদেশ। এটি একটি জরাজীর্ণ ভাব। বলা যায় জয় ও পরাজয় খেলার অংশ, কিন্তু এটি ভূমিকম্পের মতো ভয়ংকর ধাক্কা।’
ওয়াসিমের মতো বাসিতের ভাষায়ও পাকিস্তান ক্রিকেট নিম্নগামী, ‘পাকিস্তান একটি দল হিসেবে খেলেনি, খেলোয়াড়দের বিচ্ছিন্ন দেখাচ্ছিল। এটা পাকিস্তানের দলের জন্য দুঃখজনক ও বিব্রতকর। অন্তত বলা যায়, পাকিস্তান দল দ্রুত নিম্নগামী, যা মনকে বিচলিত করে তোলে।’
পাকিস্তানের সাবেক ব্যাটার ও অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ কাঠগড়ায় তুললেন দেশটির ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে, ‘এটা কষ্টের, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’
পিসিবি প্রধান মহসিন নাকভির মতে, ক্ষমতার পালা পরিবর্তনের সঙ্গে বোর্ডেও আসে পরিবর্তন। যে দল ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করো নিযুক্ত করে। রাজনীতির পরিবর্তনের সঙ্গে পিসিবির শীর্ষ ব্যবস্থাপনায়ও আসে পরিবর্তন। কোনো সামঞ্জস্যপূর্ণ কাঠামো নেই।’
নিজেদের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। দুটো তিক্ত অভিজ্ঞতাই হলো আট মাসের মধ্যে। গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ৩-০ হারের পর এবার বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হার।
ঘরের মাঠে ২০২১ সাল থেকে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। সীমিত ওভারে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকে বিদায়। তার আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও বিদায় নিয়েছিল লিগ পর্ব থেকেই।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর ফুঁসে উঠেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাঁদের বিবেচনায় গত কয়েক বছরে দেশটির ক্রিকেটের কতটা অবনমন হয়েছে, সেই সংকেতটা যেন স্পষ্ট হলো বাংলাদেশের কাছে হারে।
এমন অসহায়ত্ব মেনে নিতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামও, ‘এটি একটি বড় ধাক্কা এবং আমাদের ক্রিকেট একটা পথ হারানোর মধ্যে রয়েছে। তারা যেভাবে ভালো অবস্থান থেকে হেরেছে তাতে একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক এবং একজন খেলাপ্রেমী হিসেবে বিব্রতবোধ করছি। স্বাভাবিকভাবেই এটা বুঝতে পারছি না (কীভাবে সম্ভব)।’
আকরাম বললেন, ‘আমরা নিজেদের মাঠে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছি এবং এটি আমাদের ক্রিকেটের মান সম্পর্কে অনেক কিছু বলে।’ আরেক সাবেক ও আঞ্চলিক ক্রিকেট কোচ বাসিত আলী বাংলাদেশের কাছে পাকিস্তানের হার ‘ভূমিকম্পের’ ধাক্কার সঙ্গে তুলনা করলেন, ‘মানুষ ক্রিকেটকে ঘৃণা করতে শুরু করেছে (পাকিস্তানের)। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা কোথায় আছি তার আয়না দেখিয়েছে বাংলাদেশ। এটি একটি জরাজীর্ণ ভাব। বলা যায় জয় ও পরাজয় খেলার অংশ, কিন্তু এটি ভূমিকম্পের মতো ভয়ংকর ধাক্কা।’
ওয়াসিমের মতো বাসিতের ভাষায়ও পাকিস্তান ক্রিকেট নিম্নগামী, ‘পাকিস্তান একটি দল হিসেবে খেলেনি, খেলোয়াড়দের বিচ্ছিন্ন দেখাচ্ছিল। এটা পাকিস্তানের দলের জন্য দুঃখজনক ও বিব্রতকর। অন্তত বলা যায়, পাকিস্তান দল দ্রুত নিম্নগামী, যা মনকে বিচলিত করে তোলে।’
পাকিস্তানের সাবেক ব্যাটার ও অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ কাঠগড়ায় তুললেন দেশটির ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে, ‘এটা কষ্টের, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষ্মণ। আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।’
পিসিবি প্রধান মহসিন নাকভির মতে, ক্ষমতার পালা পরিবর্তনের সঙ্গে বোর্ডেও আসে পরিবর্তন। যে দল ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করো নিযুক্ত করে। রাজনীতির পরিবর্তনের সঙ্গে পিসিবির শীর্ষ ব্যবস্থাপনায়ও আসে পরিবর্তন। কোনো সামঞ্জস্যপূর্ণ কাঠামো নেই।’
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
১০ মিনিট আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগেগেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
১ ঘণ্টা আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৪ ঘণ্টা আগে