বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
বাবর আজম এমনিতেই আছেন চাপে। ফর্ম তো তাঁর পক্ষে কথা বলছে না, এমনকি পাকিস্তানের পারফরম্যান্সও ভালো নয়। অফফর্মে থাকা পাকিস্তানি এই ক্রিকেটার এবার ঘরোয়া ক্রিকেটে বেধড়ক পেটালেন শাহনেওয়াজ দাহানিকে। তাতে দাহানির ঘুম না হওয়ার মতো অবস্থা।
দাহানির ধোলাই খাওয়ার ঘটনা ঘটেছে গত রাতে ‘চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে’। ফয়সালাবাদে গত রাতে মুখোমুখি হয়েছে মারখোরস ও স্ট্যালিয়নস। যেখানে টুর্নামেন্টে বাবর ও দাহানি খেলেছেন স্ট্যালিয়নস ও মারখোরসের হয়ে। অষ্টম ওভারে দাহানি বোলিং করতে এলে প্রথম বলটা ডট দিয়েছেন বাবর। পরের বলে মিড উইকেট দিয়ে চার মেরে তান্ডব শুরু বাবরের। শেষ চার বলে পাকিস্তানি এই ব্যাটার মেরেছেন আরও চারটি চার। মিড উইকেটের পাশাপাশি থার্ড ম্যান, কাভার, পয়েন্ট এসব এলাকা দিয়ে বাউন্ডারি মেরে মারখোরসের যেন নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন বাবর।
বাবর যে দাহানির ওভার থেকে ২০ রান নিয়েছেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও সম্পর্কে এক্স হ্যান্ডলে মজা করে একটি পোস্ট করেন দাহানি। ২৬ বছর বয়সী এই পেসার লেখেন, ‘এটা বারবার না দেখে থাকতে পারছি না। মনে হচ্ছে না আজ রাতে ঘুমাতে পারব। বুঝতেই পারলাম না বাবর এটা এত সহজে কীভাবে করলেন।’ এমন ঘটনা হয়তো চাইলেও ভুলতে পারবেন না দাহানি। এই স্মৃতি যেন ভবিষ্যতে নাড়া না দেয়, সেই ব্যবস্থাও যে করে রাখলেন তিনি। কারণ বেধড়ক পিটুনি খাওয়ার ভিডিওটা তাঁর টাইমলাইনে পাওয়া যাচ্ছে না।
বেধড়ক পিটুনি খাওয়া দাহানি ম্যাচে করেছেন এই একটি ওভার। ম্যাচটি মারখোরস জিতেছে ১২৬ রানে। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মারখোরস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আগা (৫১) ও ইফতিখার আহমেদের (৬০) জোড়া ফিফটিতে ৪৫ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায় মারখোরস। ২৩২ রান তাড়া করতে নেমে স্ট্যালিয়নস ২৩.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে। বাবরের ৪৫ রানের ইনিংসটাই স্ট্যালিয়নসের সর্বোচ্চ। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন তিনি।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৬ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩২ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪১ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে