Ajker Patrika

নাহিদ রানা হতে চান নাহিদ রানার মতোই

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৪
নাহিদ রানা হতে চান নাহিদ রানার মতোই

গতিঝড়ের পাশাপাশি বাউন্সার—ব্যাটারদের ভড়কে দিতে এর চেয়ে মোক্ষম অস্ত্র আর কী হতে পার! মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নাহিদ রানাও এভাবে উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। স্বাভাবিকভাবে তাই ব্রেট লি, ডেল স্টেইন, শোয়েব আকতারদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা চলে আসে নাহিদের। 

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে কদিন আগে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ জয়ের অন্যতম নায়ক নাহিদ নিয়েছেন ৬ উইকেট। যেখানে শেষ টেস্টের চতুর্থ ইনিংসে শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, আবরার আহমেদ—এই চার ব্যাটারের উইকেট নিয়েছেন নাহিদ। স্লিপ এবং উইকেটরক্ষকের ফাঁদে ফেলে উইকেটগুলো পেয়েছেন নাহিদ। যেখানে টেস্টে পেসাররা বেশির ভাগ ক্ষেত্রেই এভাবে উইকেট পেয়ে থাকেন। তবু নাহিদ চান না কারও সঙ্গে নিজেকে তুলনা করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে আজ সকালে প্রচারিত ভিডিওতে নাহিদ বলেছেন, ‘কারও মতো নই। আমি নাহিদ রানা। নাহিদ রানাই হতে চাই।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ৩৯০ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ফাঁদে ফেলতেন। বাংলাদেশের অনেক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো পেসাররা আলো ছড়াচ্ছেন। বাংলাদেশের পেসারদের নিয়ে নাহিদ বলেছেন, ‘সত্যি বলতে, সেভাবে কাউকে অনুসরণ করি না। তবে  বাংলাদেশের সব পেসারকে আমার ভালো লাগে। কারণ তাঁদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’ 

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গতির ঝড় তুলেই মূলত নজর কেড়েছেন নাহিদ। তাঁর গতির সামনে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। সামাজিক মাধ্যমে তাঁর ১৫২ কিলোমিটার গতিতে করা বোলিংয়ের কথা ভাইরাল হয়েছে এই টেস্ট সিরিজেই। নাহিদ বলেন, ‘১৫২ বা তার চেয়ে জোরে বোলিং করতে হবে—এমনটা কখনোই চিন্তা করিনি। দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেভাবেই বোলিং করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত